Advertisement

Nusrat Faria: কালো ব্রালেটে উষ্ণতা বাড়াচ্ছেন নুসরত, বাংলাদেশি নায়িকার বোল্ড লুক VIRAL

Nusrat Faria: চলতি বছরেই নুসরত ফারিয়া বড়সড় বিপদের মুখে পড়েছিলেন। বাংলাদেশি নায়িকাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। তবে খুব বেশিদিন জেলে রাখা যায়নি নায়িকাকে। জেল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে একটু সময় নিয়েছিলেন নুসরত।

নুসরত ফারিয়ানুসরত ফারিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2025,
  • अपडेटेड 10:31 AM IST
  • চলতি বছরেই নুসরত ফারিয়া বড়সড় বিপদের মুখে পড়েছিলেন।

চলতি বছরেই নুসরত ফারিয়া বড়সড় বিপদের মুখে পড়েছিলেন। বাংলাদেশি নায়িকাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। তবে খুব বেশিদিন জেলে রাখা যায়নি নায়িকাকে। জেল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে একটু সময় নিয়েছিলেন নুসরত। তবে ফের তাঁকে চেনা ছন্দেই পাওয়া গেল। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় থাকতেন নায়িকা। তাঁর বোল্ড ছবি সর্বদাই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এবারও তার ব্যতিক্রম হল না। সাহসী অবতারে আবারও দেখা গেল ঢাকাই নায়িকাকে। 

নুসরত তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে কালো রঙের ব্রালেট ও ছোট ব়্যাপার স্কার্টে দেখা যাচ্ছে। খোলা চুল ও মানানসই মেকআপে তাঁর থেকে চোখ ফেরানো দায়। মেদহীন শরীর নেটপাড়ায় উষ্ণতার পারদ চড়িয়েছে। তাঁকে দেখে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বেড়ে যাওয়া স্বাভাবিক। এর আগেও নুসরতের বোল্ড ছবি দেখে কুপোকাৎ হয়েছেন অনেকে। খোলা চুলে চোখের চাহনি আর মিষ্টি হাসিতে জলকেলিতে মেতে উঠেছেন ফারিয়া।

নুসরত এই ছবির ক্যাপশনে লেখেন, তোমার চোখের জন্য অতিরিক্ত? তাহলে স্ক্রল করো ডার্লিং। নুসরতের এই ছবি পোস্ট হতেই কমেন্ট বক্স ভরে ওঠে। সকলেই নায়িকার এই লুকসের প্রশংসা করেছেন। বাংলাদেশের পাশাপাশি নুসরত টলিউডেও কাজ করেছেন। জিৎ ও অঙ্কুশের সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। চলতি বছরের মে মাসে তাঁকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। 

নুসরতের বিরুদ্ধে কা শহরের ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়েছিল। তার জেরেই তাঁকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালে অভিনয়ের সফর শুরু নুসরতের। বাংলাদেশের পাশাপাশি এ পার বাংলাতেও অতিপরিচিত মুখ তিনি। ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ জীবনীচিত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement