Advertisement

Pori Moni: 'জুতোর বাড়ি দিয়ে...', ধুম জ্বর ছেলের, এরই মাঝে কার ওপর চটলেন পরীমণি?

Pori Moni: দিন-তিনেক আগেই পরীমণি তাঁর ছেলে রাজ্যের জন্মদিন পালন করেছিলেন রাজকীয়ভাবে। দুই সন্তানকে নিয়ে পরীমণির বার্থডে সেলিব্রেশনের ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর সেই রেশ কাটতে না কাটতেই ছেলের ধুম জ্বর নিয়ে উদ্বিগ্ন মা পরী।

পরীমণিপরীমণি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2025,
  • अपडेटेड 1:30 PM IST
  • দিন-তিনেক আগেই পরীমণি তাঁর ছেলে রাজ্যের জন্মদিন পালন করেছিলেন রাজকীয়ভাবে।

দিন-তিনেক আগেই পরীমণি তাঁর ছেলে রাজ্যের জন্মদিন পালন করেছিলেন রাজকীয়ভাবে। দুই সন্তানকে নিয়ে পরীমণির বার্থডে সেলিব্রেশনের ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর সেই রেশ কাটতে না কাটতেই ছেলের ধুম জ্বর নিয়ে উদ্বিগ্ন মা পরী। আর এরই মাঝে বেজায় চটলেন কিছু মানুষের ওপর। সোশ্যাল মিডিয়ায় থার্মোমিটারে ছেলের কত জ্বর, তা পোস্ট করার পাশাপাশি ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশী নায়িকা। কিন্তু কাদের ওপর মেজাজ হারালেন পরী?

গত ১০ অগাস্ট ছেলে রাজ্যের জন্মদিন ছিল। সেদিনটা বিশেষভাবেই পালন করেন ঢাকাই নায়িকা পরী। মা ও দুই সন্তান সেজেছিলেন খয়েরি রঙের পোশাকে, এদিনের জন্মদিনের থিমও ছিল খয়েরি। জন্মদিনের দিন একাধিক রিলস ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। যা নিয়ে পরীকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। অনেকেই নায়িকাকে ট্রোল করে লেখেন যে তিনি এত টাকা কোথা থেকে পাচ্ছেন আবার কেউ লেখেন আদিখ্যেতা। এরপর সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ ছিলেন না তিনি। তবে ফিরে এসে তাঁকে আর তাঁর সন্তানদের নিয়ে এমন নেতিবাচক কথা শুনে নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি নায়িকা। তারওপর নায়িকার ছেলের ধুম জ্বর। সব মিলিয়ে রীতিমতো বিরক্ত ঢাকাই নায়িকা।  

 

আরও পড়ুন

পরী যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে ডিজিটাল থার্মোমিটার, যাতে তাপমাত্রা ১০২.৪ ফারেনহাইট। পরী এই ছবি পোস্ট করে লেখেন, ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সেই মা-ই জানে শুধু। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না। এরপর পরী পোস্টে অশালীন এক ভাষা প্রয়োগ করে ফের লেখেন, তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না। দাড়া করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে। তবে ঠিক কী কারণে পরী ক্ষুব্ধ তা বোঝা যায়নি। মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মদিনের ভিডিও ভাইরাল হওয়ায় তা নিয়ে একাধিক নেতিবাচক মন্তব্য আসে। আর সেটা নিয়েই রেগে রয়েছেন পরী। 

Advertisement
তবে এই পোস্ট করার পরও কটাক্ষ পিছু ছাড়েনি নায়িকার। কেউ লিখেছেন, ছেলের জ্বর নিয়ে তোমার এত বেশি উত্তেজনা থাকলে তুমি থার্মোমিটার ও বেডসিটের সঙ্গে ম্যাচিং নেইল পলিস লাগিয়ে ছবি তোলার মতো মানসিক অবস্থায় থাকতে না। দুই বাংলাতেই বেশ জনপ্রিয় পরীমণি। মাঝে মধ্যেই নায়িকাকে নিয়ে বিতর্ক কম হয় না। তবে সব বিতর্ককে দূরে রেখে পরী দুই সন্তানকে নিয়ে নিজের মতো জীবন কাটাচ্ছেন।    
 

Read more!
Advertisement
Advertisement