Advertisement

Pori Moni: আবার প্রেমে পড়লেন পরীমণি? গাড়িতে রোম্যান্স, হাতে-হাত, VIDEO VIRAL

Pori Moni: আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেই সবসময় ভালোবালেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। গত বছরই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদ হওয়ার পর পরী তাঁর ছেলে রাজ্য ও দত্তক নেওয়া মেয়েকে নিয়ে জীবন কাটাচ্ছিলেন।

আবারও প্রেমে পড়লেন নাকি পরী?আবারও প্রেমে পড়লেন নাকি পরী?
Aajtak Bangla
  • ঢাকা,
  • 18 Nov 2024,
  • अपडेटेड 1:03 PM IST
  • আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেই সবসময় ভালোবালেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেই সবসময় ভালোবালেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। গত বছরই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদ হওয়ার পর পরী তাঁর ছেলে রাজ্য ও দত্তক নেওয়া মেয়েকে নিয়ে জীবন কাটাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই পরী তাঁর ব্যক্তিগত মুহূর্তগুলি শেয়ার করে থাকেন। কিন্তু সম্প্রতি পরী একটি ভিডিও শেয়ার করেছেন নিজের। যেখানে বাংলাদেশী অভিনেত্রী জানিয়েছেন যে তিনি আবার প্রেমে পড়েছেন। 

আসলে প্রেম বলে কয়ে আসে না। হঠাৎই চলে আসে জীবনে। পরীমণির সঙ্গেও হয়ত এমনটাই ঘটেছে। শীতের শুরুতেই নায়িকার জীবনে ভরা বসন্ত। বিচ্ছেদের কথাও পরী জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়া পেজে আর নতুন করে প্রেমে পড়ার কথাও গোপন রাখলেন না অভিনেত্রী। একটি ছোট ভিডিয়ো পোস্ট করেছেন তিনি । যেখানে দেখা যাচ্ছে রাস্তায় দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। জানলার কাচ খোলা। আর কাচের উপর হাতের পর হাত রাখা। সঙ্গে চলছে মিষ্টি গান।

এই ভিডিও শেয়ার করে পরীমণি লেখেন, হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি। তবে নায়িকার জীবনে এই নতুন মানুষটি কে, সেটা জানাননি নায়িকা। সবটাই ধীরে ধীরে সামনে আনবেন। ২০২২ সালের জানুয়ারি মাসে শরিফুল রাজকে ধুমধাম করে বিয়ে করেছিলেন অভিনেত্রী। বিয়ের কমাসের মাথায় তাঁদের জীবনে আসে রাজ্য। কিন্তু এরপরই ছেলেকে নিয়ে রাজের জীবন থেকে চলে যান পরী। মাঝের এই কয়েকটা মাসে নায়িকার জীবনে অনেক পরিবর্তন এসেছে। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছেন। নানুভাইকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছিলেন নায়িকা।

এরপর মেয়ে প্রিয়মকে দত্তক নেন পরী। দুই সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসার। যদিও এর আগে পরী নিজেই জানিয়ে ছিলেন যে তিনি আর সংসার করতে চান না। পরীমনি বিভিন্ন সময় নানা নানা কারণে আলোচনায় উঠে আসেন। কখনও পেশা তো আবার কখনও একাধিক প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে খবরের শিরোনাম হন পরী। অভিনেত্রী একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন, আর তা নিয়ে চর্চা কম হয়নি। তবে পরীমণি এইসব বিতর্ক ভুলে সামনের দিকে এগিয়ে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এইবার প্রেমিকটি কে, তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন নায়িকার ভক্তরা।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement