Advertisement

Bangladesh Crisis: অরাজক বাংলাদেশে এখন ভারত-বিরোধিতাই 'আই-ওয়াশ'? খালেদা PM হওয়ার স্বপ্নে বুঁদ

তথাকথিত সেই বিপ্লবের পরে বাংলাদেশের কী অবস্থা, তা গোটা দুনিয়া দেখছে। আর্থিক ভাবে তলানিতে ঠেকেছে, খুনোখুনি রোজকার ঘটনা। আইনশৃঙ্খলা শিকেয় উঠেছে। সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার চলছে। এটাই হল, তথাকথিত গণঅভ্যুত্থানের নির্যাস।

মহম্মদ ইউনূস, শেখ হাসিনা ও খালেদা জিয়ামহম্মদ ইউনূস, শেখ হাসিনা ও খালেদা জিয়া
Aajtak Bangla
  • ঢাকা,
  • 09 Aug 2025,
  • अपडेटेड 10:10 PM IST
  • বাংলাদেশের কী অবস্থা, তা গোটা দুনিয়া দেখছে
  • খালেদা ফের স্বপ্ন দেখছেন, প্রধানমন্ত্রী হবেন
  • বাংলাদেশের অরাজকতার জন্য নাকি ভারতে ষড়যন্ত্র

নিজেদের দেশের অরাজক অবস্থায় এবার ভারতকে দায়ী করা শুরু করল খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP)। তাদের বক্তব্য, ভারতে বসে নাকি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ। বাংলাদেশে ভোট যতই এগিয়ে আসছে, ততই ভারত-বিরোধী হাওয়া তুলে ফায়দা তুলতে মরিয়া বিএনপি। এখানেই শেষ নয়, খালেদাকে ফের প্রধানমন্ত্রী করতে এখন মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেও দুষছে বিএনপি।

বাংলাদেশের কী অবস্থা, তা গোটা দুনিয়া দেখছে

বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'-র খবর অনুযায়ী, বিএনপি-র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দাবি, অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে। তাঁর কথায়, ‘দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে।’ বাংলাদেশে রক্তক্ষয়ী হিংসাত্মক আন্দোলন ও হাসিনা সরকার ফেলে দেওয়ার যে ষড়যন্ত্র, তাকে বিএনপি ও আওয়ামী লিগ-বিরোধী দলগুলি দাবি করে, গণ-অভ্যুত্থান, অপশাসনের বিরুদ্ধে গণবিপ্লব। তথাকথিত সেই বিপ্লবের পরে বাংলাদেশের কী অবস্থা, তা গোটা দুনিয়া দেখছে। আর্থিক ভাবে তলানিতে ঠেকেছে, খুনোখুনি রোজকার ঘটনা। আইনশৃঙ্খলা শিকেয় উঠেছে। সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার চলছে। এটাই হল, তথাকথিত গণঅভ্যুত্থানের নির্যাস।

খালেদা ফের স্বপ্ন দেখছেন, প্রধানমন্ত্রী হবেন

এহেন পরিস্থিতিতে খালেদা ফের স্বপ্ন দেখছেন, প্রধানমন্ত্রী হবেন। অতঃপর, অন্তর্বর্তী সরকারকেই এখন দায়ী করছে তারা। ঢাকায় মির্জা আব্বাস বলেছেন, ‘অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আরও অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কীভাবে কোথায় আত্মসাত করেছে? কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলি কিন্তু বলতে পারি। প্রমাণসহ সবকিছু আছে। কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভাল বুঝি।’

Advertisement

বাংলাদেশের অরাজকতার জন্য নাকি ভারতে ষড়যন্ত্র

অন্তর্বর্তী সরকারকে গালিগালাজ করার পরেই ভারতকে টানলেন মির্জা আব্বাস। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের ভূমিকা উড়িয়ে দিয়ে ইতিহাসকে বিকৃত করে বিএনপি-র দাবি, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছে। লক্ষ লক্ষ শহিদের জীবনের বিনিময়ে। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশে অরাজক অবস্থা তৈরি করতে চায়। বাংলাদেশে যাতে নির্বাচন না হয়, তার জন্য নাকি ভারতে বসে ছক কষা হচ্ছে। 


Read more!
Advertisement
Advertisement