Advertisement

Pori Moni-Sariful Razz: অভিমান ভুলে ফের এক ছাদের তলায় রাজ-পরী, যাচ্ছেন দুবাইও

২০২২-এর শেষে তাঁর পঞ্চম বিয়ে ভাঙতে চলেছে এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তবে আপাতত নাকি বিবাদ মিটেছে। স্বামী শরিফুল রাজের বাড়িতেই ফিরে গেছেন পরী। গত ৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী।

৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী
Aajtak Bangla
  • ঢাকা,
  • 08 Jan 2023,
  • अपडेटेड 1:16 PM IST

২০২২-এর শেষে তাঁর পঞ্চম বিয়ে ভাঙতে চলেছে এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তবে আপাতত নাকি বিবাদ মিটেছে। স্বামী শরিফুল রাজের বাড়িতেই  ফিরে গেছেন পরী। গত ৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী। এবার জানা যাচ্ছে ঢালিউডের এই নামজাদা দম্পতি একসঙ্গে দুবাই যাচ্ছেন। 

দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরিফুল রাজ ও পরীমনি। ১৫ জানুয়ারি দুবাইয়ের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেবেন রাজ-পরী। তাদের সন্তান রাজ্যের পাসপোর্ট হলে দুবাই ভ্রমণের বিষয়টি নিশ্চিত হবে বলে জানা গেছে। 

শুধু রাজ ও পরীমণি নন,  দুবাই যাচ্ছেন ঢালিউড শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফীও। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে থাকবেন  উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

আরও পড়ুন

 প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন পরী মা হতে চলেছেনে সেই খবরটিও দেন দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ ও পরী। একই বছরের ১০ অগাস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।গত ৩১ ডিসেম্বর  রাজকে নিয়ে পরীমনির একটা স্ট্যাটাস দেওয়ার পর থেকে রাজ-পরী দম্পতির সংসার ভাঙনের সুর স্পষ্ট হয়। এর দুই দিন পর রাজের সঙ্গে সম্পর্ক না রাখার ব্যাপারে ব্যাখ্যা দিয়ে পরীমণি আরও লম্বা একটা স্ট্যাটাস দেন তাঁর ফেসবুকে। সেখানে পরীমনি রাজকে ‘প্রাক্তন’ হিসেবে লিখেছিলেন। 

তবে গত  বুধবার  রাতে মান-অভিমান ভুলে আবারও একসঙ্গে থাকছেন রাজ-পরী। বাংলাদেশের সংবাদমাধ্যমকে পরীমণি বলেছেন, 'আমরা আলাদা থাকছি না, একসঙ্গেই আছি, এক ছাদের নীচে আছি।' এর আগে বুধবার রাতে নায়িকা পরীমণি ছোট্ট ভিডিও প্রকাশ করেন ফেসবুকে। ভিডিওতে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় তাকে। ভিডিও দেখে অনেকে অনুমান করেন, স্বামী রাজের সঙ্গে তার মান-অভিমানের অবসান হয়েছে।  রাজের সঙ্গে মান-অভিমান ও বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, 'আমাদের মধ্য ঝগড়া হলেও আমরা তিনদিন ধরে এক ছাদের নীচে আছি। আমি মা হয়েছি, আমার সন্তান রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্যই এখন আমাদের সবকিছু।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement