১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি রাষ্ট্র ভাষার দাবিতে প্রাণ দিয়েছিল বাঙালি৷ দিনটি এখন শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের মানুষ দিনটি উদযাপন করল। বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় জাতি। ঘড়ির কাটা রাত ১২ টা এক ছুঁতেই প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয় বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রিয় অনুষ্ঠান শেষ হতেই সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতির মিনারে।