ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অর্থাৎ Seven Sisters র উপর Bangladesh র অন্তবর্তী সরকারে প্রধান উপদেষ্টা Muhammad Yunus র লোভ বরাবরেরই। আন্তর্জাতিক মঞ্চেও India র সেভেন সিস্টার্সের কথা একাধিকবার উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশে সফররত পাক সেনার পদস্থ কর্তার হাতে একটি বিতর্কিত ম্যাপ তুলে দিতেও দেখা গিয়েছিল তাঁকে। পাক জেনারেল সাহির শামশাদকে একটি বিতর্কিত মানচিত্র উপহার দিয়েছিলেন ইউনুস। সেই মানচিত্রে ভারতের অসম এবং অন্যান্য উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এর পরেই বিতর্কের ঝড় উঠেছিল।