চাকরি জীবনে 17 বার ট্রান্সফার, সেই সঙ্গে 17টা মহিলার সঙ্গে বিয়ে করেছিলেন এক সরকারি আধিকারিক। তারপরেই তা জানাজানি হতেই চাকরি থেকে বরখাস্ত করা হল সরকারি আধিকারিককে। কী অবস্থাটা একবার ভাবুন। সরাকরি আধিকারিক হয়ে একটা দুটো নয়, একেবারে 17টি মহিলাকে বিয়ে করেছেন।