Bangladeshi দের ভণ্ড মুমিনদের সামনে India বয়কট, আর পিছনে ইন্ডিয়ার টিকিট কিনতে মারপিট। রবিবার, আঠাশে সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হয় ২০২৫-এর এশিয়া কাপের ফাইনাল। ফাইনালে ওঠে চির প্রতিদ্বন্ধী ভারত ও পাকিস্তান। কিন্তু পহেলগামের ঘটনার পর এই টুর্নামেন্টে Pakistan র বিরুদ্ধে ভারতের খেলা উচিৎ নয় বলেই দাবি ওঠে। ফাইনাল ম্যাচ বয়কটেরও দাবি ওঠে। কিন্তু বয়কটের দাবি উঠলেও Dubai Stadium র আঠাশ হাজার সিটের টিকিটের সবকটিই বিক্রি হয়ে গিয়েছিল। তাই ফাইনালে বয়কটের বিষয়টি ধোপে টেকেনি। অন্তত ফাইনালের টিকিট বিক্রির ধুম তাই বলছে।