কাশ্মীরের পহেলগামের ঘটনায় পাকিস্তানে আশ্রিত জিহাদিরা যেভাবে ভারতীয় পর্যটকদের ধর্ম দেখে জানে শেষ করেছে তার চাক্ষুষ থেকেছে গোটা বিশ্ব। এরপরই অপারেশন সিন্দুর চালিয়ে পাক জিহাদিদের ডেরা গুলো ধ্বংস করে দেয় ভারত। আর এরপরই সাধু বেশে পর্দার অন্তরালে লুকিয়ে থাকা পাকিস্তানের জিহাদি চেহারাটা সামনে আসে। তারপর এই সমস্ত জিহাদিদের বাঁচাতে উঠে পরে লাগে শহবাজ শরিফ সরকার। আর এই জিহাদি পাকিস্তানকে পাথেও করে সেপথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ। সেদেশে হাসিনা সরকারকে উৎখাত করার পর ইউনূস সরকার বাংলাদেশের জিহাদি সংগঠন গুলোকে মাথাচাড়া দিতে মদত জোগাচ্ছে। এতদিন পর্যন্ত যেসমস্ত জিহাদিরা জেলের ভিতরে ছিল, ইউনূস এসে তাঁদের সবাইকে ছেড়ে দিয়েছে। আর তাতেই বাংলাদেশ জুড়ে জিহাদি কার্যকলাপ কয়েক গুণ বেড়ে গিয়েছে।