বাংলাদেশে বর্তমানে কী অরাজকতা চলছে তা সকলেই জানে। তবে কোনও কোনও ক্ষেত্রে মহম্মদ ইউনূস ও তাঁর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। এবার তেমনই একটি খবর আপনাদের বলব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ রাখার দাবিতে একযোগে সমাবেশ করেছেন বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দাবি, এই দুটি বিষয় ছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ পরিপূর্ণ হয় না। এবং শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ফিরিয়ে না নেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। প্রসঙ্গত, ধর্মভিত্তিক দলগুলোর চাপের মুখে নতিস্বীকার করে অন্তর্বর্তী সরকার প্রাথমিক বিদ্যালয়ে নাচ ও সঙ্গীতশিক্ষার শিক্ষক নিয়োগ স্থগিত করেছে সম্প্রতি। বলা হয়, এই সব বিষয় ইসলামবিরোধী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয় সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি শারীরশিক্ষা বিভাগেও শিক্ষক অর্থাৎ পিটি শিক্ষকও নিয়োগ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়।