Advertisement

বলিউড

Bappi Lahiri's Prayer Meet: বাপ্পি লাহিড়ীর শোকসভায় কান্নায় ভেঙে পড়লেন মেয়ে রেমা! ডিস্কো কিং-কে শ্রদ্ধা জানাতে হাজির তারকারা

Aajtak Bangla
  • মুম্বই ,
  • 23 Feb 2022,
  • Updated 11:43 PM IST
  • 1/10

গত ১৬ ফেব্রুয়ারি প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ডিস্কো কিং-র প্রয়াণের এক সপ্তাহ পর বুধবার একটি শোকসভার আয়োজন করলেন তাঁর পরিবারের সদস্যরা। 

  • 2/10

মুম্বইয়ের ইস্কনে আয়োজন করা হয়েছিল এই শোকসভার। বাপ্পি লাহিড়ীর দুই সন্তান- রেমা লাহিড়ী ও বাপ্পা লাহিড়ী এদিন উপস্থিত ছিলেন সেখানে। 

  • 3/10

বাবার মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিমা। এদিন সকলের সামনেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। 

  • 4/10

কিংবদন্তী সুরকার- গায়কের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহল তথা সঙ্গীতপ্রেমীদের মধ্যে। এদিন তাঁর শোকসভায় হাজির ছিলেন একাধিক বলিউড শিল্পীরা। 

  • 5/10

মা শিভাঙ্গি কাপুর ও ভাইয়ের সঙ্গে হাজির হয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। 

  • 6/10

এছাড়াও এদিনের শোকসভায় দেখা গেল ইলা অরুণ, অলকা ইয়াগনিক, শর্বানি মুখোপাধ্যায়, বিদ্যা বালন, জান কুমার সানু সহ আরও একাধিক তারকাদের। 

  • 7/10

গত মঙ্গলবার রাতেই শারীরিক অবস্থার অবনতি হয় বাপ্পি লাহিড়ীর। 'অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)' -তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'ডিস্কো কিং'। 
 

  • 8/10

সাত-আটের দশকে একাধিক বলিউড সুপারহিট গানের স্রষ্টা ছিলেন বাপ্পি লাহিড়ী। ২০২০ সালে ‘বাগি ৩’ ছবির ‘ভাঙ্গাস’ গানটি তাঁর শেষ গান।

  • 9/10

১৯৭৩ সালে হিন্দি ভাষায় নির্মিত 'নানহা শিকারী' ছবিতে বাপ্পি লাহিড়ী প্রথম গান রচনা করেন।  এরপর তাহির হুসেনের 'জখমী' (১৯৭৫) ছবিতে কাজের মাধ্যমে সকলের নজরে আসেন তিনি। 
 

  • 10/10

 সমস্ত ছবি সৌজন্য: যোগেন শাহ  

Advertisement
Advertisement