Advertisement

মনোরঞ্জন

Bold Bollywood Divas: ব্রা ছাড়াই ক্যামেরার সামনে নজর কেড়েছেন এই বলিউড নায়িকারা! দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 08 Dec 2021,
  • Updated 3:02 PM IST
  • 1/10

বলিউড নায়িকারা বরাবর নিজেদের নিত্য নতুন ফ্যাশন স্টেটমেন্টের জন্য আলোচনায় থাকেন। প্রায়শই সাহসী লুকে একে অপরকে টেক্কা দেন তাঁরা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে সোনম কাপুল, বিভিন্ন সময় তাঁরা শিরোনামে এসেছেন ব্রা ছাড়াই ক্যামেরার সামনে এসে। 
 

  • 2/10

BAFTA 2021-এ প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক নজর কেড়েছিল সকলের। রাউন্ড নেক গোলাপি জ্যাকেটের সঙ্গে ধোতি প্যান্ট কনট্রাস্ট করে পরেছিলেন পিগি চপস। ব্রা-লেস তাঁর এই ছবি আলোচনায় ছিল। 

  • 3/10

একটি ফটো শ্যুটের ছবিতে সোনম কাপুরকে দেখা যায় সাদা রঙা প্যান্ট স্যুট পরতে। একেবারে খোলামেলা এই ছবি এবং উন্মুক্ত ক্লিভেজে চোখ আটকেছে বহু নেটিজেনদের।

  • 4/10

বেশিরভাগ সময়ই শাড়ি বা ট্রাডিশনাল আউটফিটে দেখা যায় বিদ্যা বালনকে। সম্প্রতি ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে নায়িকাকে দেখা গেল ডিপ নেক এক সাদা কালো ড্রেসে। এই ছবিতে একেবারে অন্য বিদ্যাকে দেখেছেন ফ্যানেরা। 
 

  • 5/10

বোল্ড ফটোশ্যুটের কথা বললে, সানি লিয়নের নাম অবশ্যই তালিকায় আসে। ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে সানি ব্রা ছাড়া লেন্সবন্দি হয়েছেন। 
 

  • 6/10

কিয়ারা আদবানির এই হট ফটোশ্যুট, রীতিমতো আগুন জ্বালিয়েছিল নেটপাড়ায়। তাঁর কমেন্ট বক্স ভেরেছে ভার্চুয়াল ভালোবাসায়। 

  • 7/10

অভিনেত্রী শার্লিন চোপড়া উষ্ণ ছবিতে নেটপাড়ার উষ্ণতা বহুগুণ বাড়িয়ে দেন প্রায়শই। 'ব্রালেস' তাঁর এই ছবিতে চোখ আটকেছিল বহু নেটাগরিকের। 

  • 8/10

সম্প্রতি উরভি জাভেদ চর্চায় থাকেন। কিছুদিন আগে তিনি কিছু ছবি শেয়ার করেন সোশ্যাল পেজে। যেখানে ব্রা ছাড়াই দেখা গিয়েছিল তাঁকেও। 

  • 9/10

কিছুদিন আগেই ব্রা ছাড়া, একটি ম্যাগাজিক কভারের ছবি শেয়ার করেছিলেন নিক্কি তামবোলি। সেই বোল্ড ছবিতে মেতেছিল সমগ্র নেট দুনিয়া। 

  • 10/10

এই ধরণের ছবি শেয়ার করা যেন বর্তমানে একটা ট্রেন্ড। কটাক্ষের মুখে পড়েও একই কাজ সম্প্রতি করেছেন অভিনেত্রী আয়শা শর্মা।    

Advertisement
Advertisement