Advertisement

মনোরঞ্জন

মালদ্বীপে হানিমুনে নবদম্পতি দিয়া -বৈভব! দেখুন বিশেষ মুহূর্তের PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • 26 Mar 2021,
  • Updated 5:35 PM IST
  • 1/7

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা এই মুহূর্তে রয়েছেন মালদ্বীপে। স্বামী বৈভব রেখির সঙ্গে হানিমুনে বিশেষ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন তিনি।
 

  • 2/7

সি-গ্রীন রঙা বিকিনির সঙ্গে সাদা রঙের ফ্লোরাল প্রিন্টের স্রাগ পরেছেন নায়িকা। তাঁর ছবিগুলি বৈভবই তুলেছেন, আর সেকথা দিয়া তাঁর ক্যাপশনে লিখেছেন।

  • 3/7

ব্যাকড্রপে মালদ্বীপের মনোরম পরিবেশ, সেই সঙ্গে দিয়ার একই সঙ্গে স্নিগ্ধ ও মোহময়ী অবতারে মুগ্ধ ফ্যানেরা।

  • 4/7

ভ্যালেন্টাইন্স ডে-এর পরের দিন, ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন দিয়া মির্জা। বয়ফ্রেন্ড, ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করছেন তিনি।

  • 5/7

এর আগে ২০১৯ সালের অগস্ট মাসে সাহিল সংঘের সঙ্গে তাঁর পাঁচ বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদ হয়ে যায়। সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন যে তাঁদের বিচ্ছেদের কথা। অন্যদিকে প্রথম স্ত্রী সুনয়না রেখির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর দিয়াকে বিয়ে করেন বৈভব।  

  • 6/7

বান্ড্রাতে বসেছিল দিয়া- বৈভবের বিয়ের আসর। অনুষ্ঠানে হাজির ছিলেন খুব কাছের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা‌। 
 

  • 7/7

বৈদিক মতে সম্পন্ন হয় তাঁদের বিয়ে, তাই কন্যাদান, কন্যা বিদায় হয়নি। বিয়েও দিয়েছিলেন একজন মহিলা পুরোহিত। 

(ছবি সৌজন্য ইন্সটাগ্রাম)

Advertisement
Advertisement