Advertisement

মনোরঞ্জন

Disha Patani's Bikini Looks: বিকিনিতে সাহসী দিশা পাটানি, দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 10 Nov 2022,
  • Updated 5:44 PM IST
  • 1/9

দিশা পাটানি (Disha Patani) বলিউডের অন্যতম হটেস্ট অভিনেত্রী। বিকিনি (Bikini) পরে আবারও সাহসী ছবি পোস্ট করেছেন তিনি। আর এই ছবি দেখে উত্তাপ বাড়ছে নেটমাধ্যমে। এবাব ধূসর রঙের বিকিনি পরা অবস্থার ছবি ইনস্টাগ্রামে (Intagram) পোস্ট করেছেন তিনি।

  • 2/9

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম ফটোশুটের মাধ্যমে একটি অন্তর্বাস ব্র্যান্ডের প্রচার করেন। তার অবিশ্বাস্য ব্যক্তিত্বকে ফ্লান্ট করে একটি সংবেদনশীল পোস্টও করেন।

  • 3/9

বলিউড ডিভাকে ছবিতে ধাতব ধূসর ব্রা পরে থাকতে দেখা যাচ্ছে। একটিই মাত্র স্ট্র্যাপ রয়েছে। সেটাও আবার ধূসর রঙের। বিকিনি বটমগুলিও তিনি ম্যাচিং করে পরেন৷ বাউন্সি টাউসড হেয়ারস্টাইলে একেবারে আগুন ঝরাচ্ছেন তিনি।

  • 4/9

ফিটনেশ ধরে রাখতে অত্যন্ত কঠোর পরিশ্রম করার জন্য পরিচিত দিশা। অভিনেত্রী তাঁর ফটোশুটগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পছন্দ করেন। ফ্যাশন বাছাইয়ে তিনি ভক্তদের নিরাশ করেন না।

  • 5/9

দিশা প্রায়ই তাঁর বিকিনি পরা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। কিছু দিন আগে দিশা একটি বিকিনি ছবি শেয়ার করে ইন্টারনেটে ঝড় তোলেন।

  • 6/9

সেপ্টেম্বরে দিশা একটি সাদা বিকিনি পরা হট ছবি পোস্ট করেন। ওই পোস্টে  ভক্তদের ফায়ার ইমোজির বন্যা হয়।

  • 7/9

সামনে বেশ কয়েকটি ছবির কাজ হাতে রয়েছেনদিশার। প্রজেক্ট কে-তে দীপিকা পাড়ুকোন, প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও দিশার ঝুলির মধ্য়ে 'যোধা' রয়েছে। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করায় অভিনেত্রী বেশ উত্তেজিত। দিশা ও সিদ্ধার্থ গত বছরের ডিসেম্বরে ছবির শুটিং শেষ করেছেন।
 

  • 8/9

দিশা পাটানিকে সম্প্রতি এক তরুণের সঙ্গে মুম্বইয়ের রাস্তায়(Disha Patani New Boyfriend) দেখা যায়। 

  • 9/9

তাঁদের দুজনের মধ্য়ে ঘনিষ্ঠতা দেখে সবাই অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Advertisement
Advertisement