Advertisement

মনোরঞ্জন

Hina Khan: স্নানঘরে হিনা খান! অভিনেত্রীর বোল্ড লুকে মুগ্ধ নেটিজেনরা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2021,
  • Updated 7:26 PM IST
  • 1/9

বলিউডের গ্ল্যামার গার্ল হিনা খান, তাঁর ফ্যানদের প্রায়ই চমক দেন নিত্য নতুন স্টাইল স্টেটমেন্টে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন ফ্যাশনিস্তা হিনা। 

  • 2/9

সম্প্রতি হিনা খানের বাথরুম সিরিজের ছবিগুলি আলোচনায় রয়েছে নেটিজেনদের। ছবিতে বাথটাবের উপর পোজ দিয়ে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। 

  • 3/9

লালের উপর সাদা রঙা স্ট্রাইপ ডিজাইনের একটি মিনি ড্রেস পরেছেন হিনা খান। সঙ্গে রয়েছে মানানসই ট্রেন্ডি এবং হালকা গয়না, নো মেকআপ লুক, চুলে পনিটেল এবং পায়ে রয়েছে কালো হাই হিলস। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "হ্যালো বিউটিফুল"।
 

  • 4/9

 হিনা খানের অনুরাগীরা প্রশংসা ও ভার্চুয়াল ভালোবাসায় ভরিয়েছেন তাঁর কমেন্ট বক্স। একদিনের মধ্যেই ছবিগুলিতে ৩.৭ লক্ষের বেশি লাইক পড়েছে।  

 

  • 5/9

দিন দিন ফ্যানেদের তালিকা লম্বা হচ্ছে হিনার। আর সেই আন্দাজ পাওয়া যায় তাঁর সোশ্যাল পেজে উঁকি মারলেই। তিনিও ফ্যানদের সামনে তুলে ধরেন জীবনের বিভিন্ন মুহূর্ত। 

  • 6/9

তবে শুধু বোল্ড ছবি না, মাঝে মধ্যে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন, মজার ভিডিও শেয়ার করে। আবার কোনও ছবিতে দেখা মেলে হিনা খানের সুন্দর ও স্নিগ্ধ লুকের। 

  • 7/9

টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। 'ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়', 'কসৌটি জিন্দেগী কী ২' - দর্শকদের মন জেতা ছাড়াও 'বিগ বস ১৪' -এও যথেষ্ট জনপ্রিয় হয়েছেন তিনি। 

  • 8/9

ব্যক্তিগত জীবনের সঙ্গে সমানভাবে তাঁর কর্মজীবনে সাফল্যের গ্রাফও ঊর্ধ্বমুখী। ছোট পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও পা রেখে সংবাদে এসেছেন তিনি। 

  • 9/9

 ছবি সৌজন্য:  ইন্সটাগ্রাম  
 

Advertisement
Advertisement