Advertisement

মনোরঞ্জন

International Yoga Day 2021: বলিউড ডিভাদের যোগ দিবস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 21 Jun 2021,
  • Updated 7:03 PM IST
  • 1/10

আজ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2021) উপলক্ষে সারা বিশ্বজুড়ে যোগ চর্চা নিয়ে বহু মানুষ পোস্ট করেছেন। বলিউড ডিভারাও এতে পিছিয়ে নেই। ফিটনেস ফ্রিক এই সুন্দরীরা শরীর চর্চার অন্যতম অঙ্গ হিসাবে যোগ ব্যায়ামকে খুব গুরুত্ব দেন। আজ দেখে নিন এমনই নায়িকাদের কিছু ছবি।

  • 2/10

হুমা কুরেশি - ভীষণ অ্যাক্রোব্যাটিক। সম্প্রতি মহারানি সিরিজে দেখা গিয়েছে তাঁকে। যোগ দিবসে এই ছবিতে তাক লাগিয়েছেন নায়িকা।

  • 3/10

করিনা কাপুর - সম্প্রতি মা হয়েছেন। কিন্তু এর মধ্যেই অতির্কিত ওজন ঝরিয়ে ফেলেছেন। নিয়মিত যোগ তাঁর ফিটনেট রুটিনে থাকে। গর্ভাবস্তাতেও যোগাভ্যাস করেছিলেন নায়িকা।

  • 4/10

শিল্পা শেঠি - এই বলিউড ডিভা বয়সকে যেন বেঁধে রেখেছেন। দারুণ ফিট। তার সঙ্গে নিয়মিত শরীর চর্চার ছবি পোস্ট করেন শিল্পা। মধ্য চল্লিশেও তাঁর ফিগার অনেকের কাছে ফিটনেস গোল হতে পারে।

  • 5/10

মালাইকা অরোরা - ফিটনেটকে অন্য মাত্রা দিয়েছেন মালাইকা। নিত্য দিন যোগাভ্যাসের ছবি পোস্ট করেন তিনি।

  • 6/10

বিপাশা বসু - জিম তো আছএই তার সঙ্গে নিয়মিত যোগাভ্যাস করেন বিপাশা বসু। অভিনয় থেকে দূরে থাকলেও রুটিনে কোনও পরিবর্তন হয়নি।

  • 7/10

আলিয়া ভাট - জিম থেকে যোগ, শরীর নিয়ে ভীষণ সচেতন আলিয়া। সারা বছর সিনেমার সঙ্গে সঙ্গে শরীর চর্চার ছবিও পোস্ট করেন তিনি।

  • 8/10

সুস্মিতা সেন - প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা ফিটনেট নিয়ে কতটা সচেতন তা তাঁর সোশাল মিডিয়া পেজ দেখলেই বোঝা যায়। মধ্য চল্লিশেও অভিনেত্রী ভীষণ ফিট।

  • 9/10

জ্যাকলিন ফার্নান্দেজ - অসম্ভব ফিট নায়িকা। পোল ডান্স থেকে অ্যাক্রোব্যাটিক্সে ফ্যানদের মন জয় করেছেন। তার সঙ্গে ভারতীয় নাচের তালিমও নিয়েছেন তিনি।

  • 10/10

পরিনীতি চোপড়া - নাচ, গান, অভিনয় তার সঙ্গে ফিটনেট। এক সময় প্রচুর ওভারওয়েট ছিলেন। সেখান থেকে স্লিমট্রিম তন্বী অভিনেত্রী হয়েছেন পরিণীতি। যোগ তার অন্যতম সিক্রেট।

Advertisement
Advertisement