Advertisement

মনোরঞ্জন

PHOTOS: মা শ্রীদেবীর দেওয়া এই শিক্ষা কখনও ভোলেন না জাহ্নবি, জেনে নিন সেগুলো কী

Aajtak Bangla
Aajtak Bangla
  • 08 Mar 2021,
  • Updated 11:37 AM IST
  • 1/7

মাত্র তিন বছর হল পা রেখেছেন বলিউডে। এর মধ্যেই অভিনয় এবং নম্র স্বভাবের জন্য সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন অভিনেত্রী জাহ্নবি কাপুর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মায়ের কাছ থেকে পাওয়া কোন শিক্ষা তিনি সব সময় মনে রাখেন।

  • 2/7

ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবি জানান, শ্রীদেবী তাঁকে সব সময় বলতেন, যে কোনও পরিস্থিতিতে শান্ত এবং বিনম্র থাকতে হবে।

  • 3/7

'মা আমায় বলতেন, মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। কারও ভালো দেখে কখনও ঈর্শ্বা করবে না। অন্যের থেকে ভালো নেওয়ার চেষ্টা করবে। খারাপটা বর্জন করবে।'

  • 4/7

সাক্ষাৎকারে জাহ্নবি আরও বলেন, অন্য খামতির দিকে না তাকিয়ে সব সময় নিজের কাজকে উন্নত করার চেষ্টা করতে বলতেন তাঁর অভিভাবক।

  • 5/7

জীবনে খুব কম সময় সুযোগ আসে নিজেকে প্রমাণ করার। তাই নিজের ইগো সরিয়ে রেখে কাজে ফোকাস করাই ভালো। এমনটাই শিক্ষা দেন শ্রীদেবী।

  • 6/7

২০১৮ সালে শ্রীদেবীর মৃত্যুর কয়েক মাস পর ধড়ক ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবি।

  • 7/7

এর পর গুঞ্জন সাক্সেনা-র বায়োপিকে অভিনয় করেন। যা বেশ প্রশংসিত হয়। তাঁর পরবর্তী ছবি রুহি মুক্তি পাচ্ছে ১১ মার্চ। আপাতত গুড লাক জেরি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন নায়িকা।

Advertisement
Advertisement