Advertisement

মনোরঞ্জন

Janhvi Kapoor: জাহ্নবী কাপুরের নতুন সিজলিং ছবি Viral, মুগ্ধ ভক্তরা

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 02 Apr 2022,
  • Updated 5:32 PM IST
  • 1/8

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর নিজের গ্ল্যামারাস আন্দাজে ফ্যানদের ফিদা করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে ফ্যানেরা সব সময় তার ফটোর অপেক্ষা করতে থাকেন। যদি কখনও নিজেদের নিরাশ করেননি। কখনও কখনও ট্র্যাডিশনাল, কখনও ওয়েস্টার্ন লুকে ফটো শেয়ার করতে থাকেন।

  • 2/8

সম্প্রতি তিনি জাহ্নবী কাপুর নিজের লেটেস্ট ফটো শেয়ার করেছেন। যার মধ্যে সিলভার কালারের বডিকন ড্রেসে তাকে অত্যন্ত গ্ল্যামারাস লাগছে।কখনও কখনও তাঁকে তাঁর মা শ্রীদেবীর কথা মনে করিয়ে দিচ্ছিল। আলাদা পোজে তিনি অনেকগুলি ফটো শেয়ার করেছেন।

  • 3/8

জাহ্নবী নিজের বেশিরভাগ ফটোতে খোলা চুলে দেখা ছবি দিয়েছেন। কখনও কখনও তিনি চুল বেঁধে ছবি তুলতে পছন্দ করেন। তাঁকে প্রতিটি ছবিতে ড্যাজলিং লাগছে।

  • 4/8

জাহ্নবী স্পার্কলিং ড্রেসে ফ্যানেদের নজর সরাতে পারছেন না। ফটো শেয়ার করার সঙ্গে সঙ্গেই এটি দ্রুত গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ইমোজি শেয়ার করে তার ছবিতে ভালোবাসা লুটিয়ে দিয়েছেন।

  • 5/8

গত কিছু সময়ে জাহ্নবী নিজের লেটেস্ট ফটোশুট এবং বোল্ড ছবি শেয়ার করে প্রশংসা কুড়িয়েছেন। অ্যাক্ট্রেস কখনো নিজের কিউট ছবি এবং কখনও হট ছবি দিয়ে ফ্যানেদের হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিয়েছেন।

  • 6/8

জাহ্নবী সম্প্রতি নিজের নেক্সট প্রজেক্ট ঘোষণা করে দিয়েছেন। এখন তাঁকে নতুন ফিল্মে বরুণ ধাওয়ান এর সঙ্গে দেখা যাবে। ফিল্মের প্রোডিউসার সাজিদ নাদিয়াদওয়ালা।

  • 7/8

জাহ্নবীর আগের সিনেমাগুলি তার ক্যারিয়ারের নিরিখে গুরুত্বপূর্ণ ছিল। গুঞ্জন সাক্সেনার বায়োপিকে তাঁর অভিনয় অভূতপূর্ব প্রশংসিত হয়েছে। তার মুভি গুডলাক জেরি রিলিজের জন্য তৈরি হয়ে রয়েছে।

 

  • 8/8

ফটো ক্রেডিটঃ @জাহ্নবীকাপুর

Advertisement
Advertisement