Advertisement

মনোরঞ্জন

PHOTOS: Easter-এ মায়ের বাড়িতে লাঞ্চে মালাইকা- অর্জুন!

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 05 Apr 2021,
  • Updated 7:12 PM IST
  • 1/12

প্রায়শই শিরোনামে থাকেন বলিউডের লাভ বার্ডস মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। এমনকি তাঁদের ভালবাসায় ভরা ছবিগুলি সোশ্যাল মিডিয়ায়ও ভরে থাকে।
 

  • 2/12

এই তারকা জুটির সম্পর্কের রসায়নও ফ্যানেরা যথেষ্ট পছন্দ করেন। যে কোনও বিশেষ অনুষ্ঠান এবং উৎসব, সবেতেই একসঙ্গে উদযাপন করেন তাঁরা।

  • 3/12

 রবিবার মালাইকা এবং অর্জুন ইস্টার সেলিব্রেশনে মাতলেন। মালাইকার মায়ের বাড়িতে এদিনের স্পেশাল লাঞ্চে গিয়েছিলেন তাঁরা। 

  • 4/12

মুম্বইয়ে মালাইকার মায়ের বাড়ির বাইরে পাপারাৎজিদের জন্য পোজও দিলেন তাঁরা। 

  • 5/12

কালো রঙা জিন্স ও ক্যাসুয়াল টি-শার্ট পরেছেন অর্জুন। সঙ্গে রয়েছে তাঁর পরিচিত স্টাইল স্টেটমেন্ট কালো রঙের টুপি।

  • 6/12

অন্যদিকে মালাইকার পরনে হলুদ স্ট্রিং লং ড্রেস। হাই হিলের সঙ্গে ব্যাকলেস ড্রেসে ফের ধরা পড়েছে নায়িকার লাস্যময়ী লুক।

  • 7/12

 গরমের ফ্যাশন বজায় রাখতে, হেয়ার বান করেছেন মালাইকা। 

  • 8/12

 গরমের ফ্যাশন বজায় রাখতে, হেয়ার বান করেছেন মালাইকা। 

  • 9/12

 প্রসঙ্গত, অর্জুন - মালাইকা দুজনেই এর আগে আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। হোম আইসোলেশনে থাকার পর ফের সুস্থ হয়ে ওঠেন তাঁরা। 

  • 10/12

মালাইকা-আরবাজের ১৮ বছরের বিয়ের সম্পর্ক ভেঙে গেছে, সেকথা কারও অজানা না। যদিও তাঁদের বিবাহ বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে শোনা গেছে এই জুটি একে অপরের সঙ্গে খুশি ছিলেন না। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান বলিউডের মুন্নি। অন্যদিকে আরবাজও মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির প্রেমে পড়েন। 

  • 11/12

যদিও আরবাজ- জর্জিয়ার ব্যাপারে খুব একটা আলোচনা না হলেও মালাইকা- অর্জুন খুবই চর্চিত। এমনকি শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন। 

  • 12/12

মালাইকা এবং অর্জুন দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন। এদিকে বিয়ের সম্পর্কে একটি সাক্ষাৎকারে অর্জুন কাপুর বলেছিলেন যে, তাঁরা বিয়ের কথা কারও থেকে লুকাবেন না। বিয়ে করলে সকলের সামনেই তা ঘোষণা করবেন। (সমস্ত ছবি: যোগেন শাহ) 

Advertisement
Advertisement