Advertisement

মনোরঞ্জন

মোহময়ী মালাইকা, সকালেই গনগনে উত্তাপ ছড়ালেন বলিউডের 'মুন্নি', দেখুন ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 23 Feb 2021,
  • Updated 12:35 PM IST
  • 1/7

স্বাস্থ্য সচেতন হিসাবে মালাইকা অরোরার ইন্ড্রাস্ট্রি জোড়া সুখ্যাতি রয়েছে। বছরে খুব দিন রয়েছে যখন তিনি নিজের ফিটনেস রিজিম ফলো করেন না। জিমে হোক, যোগা সেশন বা স্রেফ মুম্বইয়ের রাস্তায় কার্ডিও, ফটো শিকারিদের কাছে তিনি অত্যন্ত পছন্দের সেলিব্রিটি।

  • 2/7

মঙ্গলবার সকাল ৯টা নাগাদ মর্নিং ওয়াকে বেরোন বলিউডের মুন্নি। ফ্যাশন সেন্স এবং পোশাকের জন্য তিনি প্রায়ই চর্চায় থাকেন।

  • 3/7

বান্দ্রায় বাড়ি থেকে বেরিয়ে তিনি সেন্ট মেরি চার্চ পর্যন্ত যান। তাঁর সঙ্গে তাঁর টিমের কয়েকজন সদস্যও ছিলেন।

  • 4/7

সেখানেই কার্ডিও এক্সারসাইজ করেন মালাইকা। তাঁর পরনে ছিল কালো শর্টস এবং কালো ফুল স্লিভ জ্যাকেট এবং স্পোর্টস শ্যু।

  • 5/7

সম্পর্কের সমীকরণ হোক বা বর্তমান বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক হোক, মালাইকা বরাবরই যথেষ্ট খোলামেলা। দিন কতক আগেও মুম্বইয়ে দুজনকে এক সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা গিয়েছে।

  • 6/7

কয়েক মাস আগে বন্ধু করিনার সঙ্গে বেশ কিছু ধরমশালায় সময় কাটিয়েছেন মালাইকা। সেখানে সপরিবারে ছিলেন বেবো। সঙ্গে অর্জন কাপুরও ছিলেন সেখানে। তাঁর পরবর্তী ছবি ভূত পুলিশ-এর শুটিং চলছিল সেখানে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সইফ আলি খান এবং ইয়ামি গৌতম।

  • 7/7

ছবি তুলেছেন যোগেন শাহ

Advertisement
Advertisement