Advertisement

মনোরঞ্জন

আরবাজের বিশেষ উপহার মালাইকাকে! সুপার ভাইরাল Video

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Mar 2021,
  • Updated 7:11 PM IST
  • 1/8

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। তাঁর প্রতিটি ছবি ও ভিডিয়ো বারবার ট্রেন্ডিং হয়। আবারও অভিনেত্রীর শেয়ার করা এক পোস্ট আলোচনায়। 
 

  • 2/8

মালাইকা জানান তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খান তাঁকে একটি উপহার দিয়েছেন। যদিও সেই উপহার কোনও গয়না কিংবা দামী কিছু না। আসলে উপহারে রয়েছে এক বাক্স সুস্বাদু আম।
 

  • 3/8

মালাইকা তাঁর ইন্সটা স্টোরিতে সেই গিক্ট বক্স দেখিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেই সঙ্গে তিনি আরবাজকে ধন্যবাদ জানিয়েছেন।

  • 4/8

মালাইকা-আরবাজের ১৮ বছরের বিয়ের সম্পর্ক ভেঙে গেছে, সেকথা কারও অজানা না। যদিও তাঁদের বিবাহ বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে শোনা গেছে এই জুটি একে অপরের সঙ্গে খুশি ছিলেন না।
 

  • 5/8

আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান বলিউডের মুন্নি। অন্যদিকে আরবাজও মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির প্রেমে পড়েন।

  • 6/8

যদিও আরবাজ- জর্জিয়ার ব্যাপারে খুব একটা আলোচনা না হলেও মালাইকা- অর্জুন খুবই চর্চিত। এমনকি শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন।
 

  • 7/8

প্রায় সব পার্টি ও অনুষ্ঠানে একসঙ্গেই থাকেন এই জুটি। এছাড়া তাঁদের 'সিক্রেট ভ্যাকেশনের' ছবিও বিভিন্ন সময়ে সামনে এসেছে। 

  • 8/8

বিয়ের সম্পর্কে একটি সাক্ষাৎকারে অর্জুন কাপুর বলেছিলেন যে, তাঁরা বিয়ের কথা কারও থেকে লুকাবেন না। বিয়ে করলে সকলের সামনেই তা ঘোষণা করবেন।   

Advertisement
Advertisement