Advertisement

মনোরঞ্জন

হিরোইনের রোলের জন্য শুতে বলেছিল পরিচালক, বিস্ফোরক প্রাচী দেসাই

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 19 Apr 2021,
  • Updated 5:35 PM IST
  • 1/9

মাত্র ১৭ বছর বয়সে হিন্দি ধারাবাহিক কসম সে-তে অভিনয় করে দেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন প্রাচী দেশাই। রুপোলি পর্দায় হিরোইন হওয়ার স্বপ্ন নিয়েই টিনসেল টাউনে এসেছিলেন প্রাচী।

  • 2/9

বলিউড সফরের শুরুটা বেশ ভালো হয়েছিল প্রাচী-র। কিন্তু পর পর কয়েকটি ছবিতে অভিনয় করার পর হঠাৎই গায়েব হয়ে যান। বহুদিন পর সাইলেন্স ছবির মাধ্যমে ডিজিটাল ডেবিউ করলেন প্রাচী।

  • 3/9

২০০৮ সালে তাঁর বলিউড কেরিয়ার শুরু হয় ব্লক বাস্টার ছবি রক অন-এ ফারহান আখতারের বিপরীতে অভিনয় করে। এর পর বোল বচ্চন, আজহার, ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বই-এ অভিনয় করেন প্রাচী। এর মধ্যে কয়েকটি হিটও হয়।

  • 4/9

কেন গায়েব হয়েছিলেন, তা সম্প্রতি জানালেন একটি সাক্ষাৎকারে। তিনি জানান, বলিউডের বিখ্যাত কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল তাঁকে।

  • 5/9

সাক্ষাৎকারে প্রাচী বলেন, 'আমি একটি বড় ছবির অফার পাই। ছবির পরিচালক হিরোইনের রোল দেওয়ার জন্য তাঁর সঙ্গে শুতে বলেছিলেন। আমি রাজি হইনি।'

  • 6/9

'বারণ করা সত্ত্বেও ওই পরিচালক আমায় অনেকবার ফোন করে রাজি করানোর চেষ্টা করেন। তবে আমি সাফ না করে দিই। বলি আমি আপনার ছবিতে কাজ করব না।'

  • 7/9

এত লম্বা বিরতি নিয়ে প্রাচী বলেন, 'ওই সময় টেলিভিশন অভিনেতাদের বলিউডে খুব সিরিয়াসলি নেওয়া হত না। আরও একটি ব্যাপার লক্ষ্য করেছি। বলিউডে ফিল্মি পরিবারের মধ্যেই কাজ বেশি হয়। সে ক্ষেত্রে আমি একজন আউট সাইডার ছিলাম। এটাও একটা কারণ ছিল। বলিউডে আমার কোনও গডফাদার ছিল না। আমি যে এতটা এসেছি, তা শুধুমাত্র নিজের অভিনয়ের জোরেই এসেছি।'

  • 8/9

বিয়ের প্ল্যান নিয়ে প্রাচী বলেন, 'বিয়ে অবশ্যই করব, তবে জীবনে পারফেক্ট কেউ এলে তবেই। আগামী কয়েক বছর বিয়ের বিষয়ে ভাবছি না। এখন কেরিয়ার নিয়েই ভাবতে চাই। তার পর দেখা যাবে। আমার পরিবার এ বিষয়ে খুব সাপোর্টিভ। তাঁরা কখনও বিয়ের ব্যাপারে জোর করেননি।'

  • 9/9

এর আগে বহু অভিনেত্রী কাস্টিং কাউচের বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন। বলিউডে যৌন শোষণ নিয়ে কথা বলা অভিনেত্রীর তালিকা বেশ লম্বা। কিছু দিন আগে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেও তাঁর অভিজ্ঞতার কথা জানান। প্রিয়াঙ্কা চোপড়া ওপরা উইনফ্রে শো-তে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন যখন তিনি বলিউডে নতুন ছিলেন।

Advertisement
Advertisement