Advertisement

বলিউড

কাস্টমস-কর-ড্রাগস, সমীর ওয়াংখেড়ের ১৩ 'বলিউড অ্যাকশান'

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Oct 2021,
  • Updated 12:39 AM IST
  • 1/14

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছে এনসিবি। এখনও জামিন পাননি আরিয়ান। আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি। তবে আরিয়ানই অবশ্য প্রথম নন। এর আগেও বিবিধ সময় বিভিন্ন বলিউড সেলেব্রিটির বিরুদ্ধে নানান ঘটনায় পদক্ষেপ করতে দেখা গিয়েছে সমীর ওয়াংখেড়েকে। একনজরে দেখে নেওয়া যাক এই আইআরএস অফিসারের এতদিনের 'বলিউড অ্যাকশান'। 
 

  • 2/14

শাহরুখ খান - আরিয়ান খানের আগে তাঁর বাবা বলিউড অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধেও একটি ঘটনায় ব্যবস্থা নিয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। ১০ বছর আগে ২০১১ সালে, পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ফেরার সময় বিমানবন্দরেই শাহরুখ খানকে জিজ্ঞাসাবাদ করে সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন কাস্টমস বিভাগ। অতিরিক্ত লাগেজ থাকার জন্য শাহরুখের ১.৫ লক্ষ টাকা জরিমানাও হয়। 

  • 3/14

মিনিশা লম্বা - ২০১১ সালে ক্যানেস থেকে ফেরা পথে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় অভিনেত্রী মিনিশা লম্বাকে। তাঁর কাছে অঘোষিত হীরে সহ প্রায় ৫০ লক্ষ টাকার অন্যান্য পাথর পাওয়া যায়। যার জেরে তাঁকে আটক করেন কাস্টমসের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সমীর ওয়াংখেড়ে। প্রায় ১৬ ঘণ্টায় জিজ্ঞাসাবাদের পর ছাড়া হয় তাঁকে। 

  • 4/14

অনুষ্কা শর্মা - ওই বছরেই মুম্বই বিমানবন্দরে অনুষ্কা শর্মাকে আটক করেন সমীর ওয়াংখেড়ে। তাঁর কাছে হীরের ব্রেসলেট, হার, দুল ও ২টি মূল্যবান ঘড়ি সহ মোট ৩৫ লক্ষ টাকার অঘোষিত সামগ্রী পাওয়া যায়। প্রায় ১১ ঘণ্টা পরে ছাড়া পান তিনি।  
 

  • 5/14

ক্যাটরিনা কাইফ - ২০১২ সালে বিপাকে পড়েন ক্যাটরিনা কাইফ। সেই বছর সেপ্টেম্বর মাসে উড়ান থেকে নেমে কোনও লাগেজের দাবি না করেই বিমানবন্দর থেকে বেড়িয়ে যান ক্যাটরিনা। এর কিছুক্ষণ পর তাঁর দুই সহকারী পি ড্ঢা ও অরুণ শর্মা লাগেজ নিতে ফের এয়ারপোর্টের ভিতরে যান। সেই সময় তাঁদের আটক করেন সমীর ওয়াংখেড়ে। তাঁদের কাছে একটি ৩০ হাজার টাকার আইপ্যাড, অঘোষিত নগদ এবং ২টি মদের বোতল পাওয়া যায়। যার জেরে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। 
 

  • 6/14

রণবীর কপুর - ২০১৩ সালের মে মাসে লন্ডন থেকে ফেরার সময় বিমানবন্দরের কর্মীদের জন্য বরাদ্দ একটি স্থান ব্যবহারের অভিযোগে আটক করাহ হয় রণবীর কপুরকে। তারপর তাঁর লাগেজে তল্লাশি চালিয়ে দামি সুগন্ধী, পোশাক ও জুতো সহ প্রায় ১ লক্ষ টাকার সামগ্রী পাওয়া যায়। গোটা ঘটনার জন্য ৬০ হাজার টাকা জরিমানা করা হয় অভিনেতার। প্রায় ৪০ মিনিট বিমানবন্দরে আটক ছিলেন তিনি। 
 

  • 7/14

মিকা সিং - ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বই বিমানবন্দরে বিপাকে পড়েন সঙ্গীত শিল্পী মিকা সিং। অভিযোগ, ব্যাংকক থেকে আনা অঘোষিত ৯ লক্ষ টাকা নিয়ে বিমানবন্দর থেকে বেরোনোর চেষ্টা করছিলেন তিনি। তাঁর লাগেজ ঘেঁটেও ২টি মদের বোতল, সানগ্লাস ও পারফিউমও পাওয়া যায়। 

  • 8/14

বিপাশা বসু - ২০১১ সালে লন্ডন থেকে ফেরার পথে মুম্বই বিমানবন্দরে ১২ হাজার টাকার জরিমানা দিতে হয় বিপাশা বসুকে। কারণ তাঁর লাগেজ থেকে অষোঘিত প্রায় ৬০ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী পাওয়া যায়। 
 

  • 9/14

অনুরাগ কাশ্যপ - সার্ভিস ট্যাক্স দফতরের ডেপুটি কমিশনার থাকাকালীন ২০১৩ সালে অনুরাগ কাশ্যপকে ৫৫ লক্ষ টাকা জরিমানা করেন সমীর ওয়াংখেড়ে। কারণ অনুরাগের বিরুদ্ধে সার্ভিস ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। একইসঙ্গে শমন না মানায় ডিসেম্বর মাসে তাঁর অ্যাকাউন্টটিও সিল করে দেওয়া হয়। 
 

  • 10/14

বিবেক ওবেরয় - পরিষেবা কর ফঁকি দেওয়ার জন্য ২০১৩ সালে বিবেক ওবেরয়কেও শমন পাঠান হয়। সেই সময় পরিষেবা কর দফতরের ডেপুটি কমিশনার ছিলেন সমীর ওয়াংখেড়ে। 

  • 11/14

রেয়া চক্রবর্তী - ড্রাগস মামলায় গতবছর রেয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। সেই সময় এনসিবি-র জোনাল ডিরেক্টর ছিলেন সমীর ওয়াখেড়ে। 
 

  • 12/14

দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কপুর, সারা আলি খান - রেয়া চক্রবর্তীর ড্রাগস কেসের তদন্তে হোয়াটসঅ্যাপ চ্যাটে ওপর ভিত্তি করে দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কপুর ও সারা আলি খানকেও জিজ্ঞাসাবাদ করা হয়। 
 

  • 13/14

আরমান কোহলি - ড্রাগ নেওয়ার অভিযোগে চলতি বছরের অগাস্টে গ্রেফতার করা হয় আরমান কোহলিকে। সমীর ওয়াংখেড়ের নেতৃত্বেই তাঁকে গ্রেফতার করে এনসিবি। 
 

  • 14/14

আরিয়ান খান - চলতি মাসে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে একটি ক্রুজ থেকে পাকড়াও করে এনসিবি। সেই ক্রুজে মাদক পার্টি চলছিল বলে অভিযোগ। 
 

Advertisement
Advertisement