Advertisement

বলিউড

Raj Kundra Porn Film Racket: "Hotshots -এ হলিউড মডেলদের মতো উন্মুক্ত হও!" শার্লিনকে বলতেন রাজ

Aajtak Bangla
  • মুম্বই,
  • 29 Jul 2021,
  • Updated 3:19 PM IST
  • 1/7

রাজ কুন্দ্রার পর্ন ছবি বানানোর র‍্যাকেট (Porn Film Racket) মামলায় অভিনেত্রী শার্লিন চোপড়াকে (Sheryln Chopra) বারবার জিজ্ঞাসাবাদ করছে ক্রাইম ব্রাঞ্চ (Crime Branch)। রাজের বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে জল্পনার শীর্ষে রয়েছেন অভিনেত্রী। মহারাষ্ট্রের পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া বয়ানে শার্লিন জানান, 'হটশট' অ্যাপের জন্য তাঁকেও শ্যুট করতে বলেছিলেন রাজ। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি।

  • 2/7

চলতি বছরের মার্চ মাসে শার্লিন চোপড়া পুলিশের কাছে অভিযোগ জানান, রাজ কুন্দ্রা তাঁকে 'হটশটস' (Hotshots) অ্যাপের কনটেন্ট বানানোর জন্য অনুরোধ করেন। তবে নিয়ে রাজকে না করে দেন, কারণ কনটেন্টগুলি তাঁর অত্যন্ত নিম্নমানের মনে হয়।  

  • 3/7

শার্লিন বলেন, ২০১৯ সালের মার্চ মাসে তাঁর ম্যানেজারের কাছে ' দ্য শার্লিন চোপড়া অ্যাপ' বানানোর একটি প্রস্তাব দেন রাজ কুন্দ্রা। এই অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ তাঁর থাকবে বলেও জানানো হয় অভিনেত্রীকে। 
 

  • 4/7

অভিনেত্রী আরও যোগ করেন, সেই সময় 'আর্মসপ্রাইম'-র সঙ্গে তাঁর একটি চুক্তি ছিল, যার প্রতিষ্ঠাতা ছিলেন রাজ কুন্দ্রা। তবে পরে এই চুক্তির রিনিউ তিনি করেননি কারণ, আরও অন্যান্য মডেলদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেননি তিনি।  
 

  • 5/7

শুধু তাই নয়, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে, সমস্ত কনটেন্ট ডিলিট করে দিতে বলা হয় তাঁকে। তবে সেই সময় কনটেন্ট এখনও নেট দুনিয়ায় রয়েছে বলে দাবী করেন শার্লিন চোপড়া। কনটেন্ট তৈরি করার সেই সময়, 'চকলেট ভিডিয়ো' নামক একটি ভিডিয়ো বানানোর জন্য 'আর্মসপ্রাইম'-র ক্রিয়েটিভ হেডের সঙ্গেও সমস্যা হয় তাঁর। 
 

  • 6/7

এই 'চকলেট ভিডিয়ো' সম্পর্কে শার্লিন জানান পূর্ব আন্ধেরির একটি হোটেলে এই শ্যুট হয়। সব বাধা কাটিয়ে হলিউড মডেলদের মতো উন্মুক্ত হতে বলা হয়েছিল তাঁকে।
 

  • 7/7

এদিকে 'আর্মসপ্রাইম'-র তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, "রাজ কুন্দ্রা ২০১৯ সালের ডিসেম্বর মাসে ডিরেক্টর পদ থেকে অবসর নেন। বর্তমানে আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে তাঁদের কোনও অংশীদারি বা যোগাযোগ নেই। প্রপার্টি সেল, ক্রাইম ব্রাঞ্চ, মুম্বাই পুলিশকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে সংস্থা এবং পুলিশের তরফ থেকে চাওয়া সমস্ত নথি হস্তান্তর করা হয়েছে। এপিএম তদন্তকারী সংস্থাগুলিকে অব্যাহত রাখার জন্য সম্পূর্ণ সহযোগিতা করবে।"
 

Advertisement
Advertisement