Advertisement

বলিউড

শেষবার অনস্ক্রিন জুটিতে সিদ্ধার্থ-শেহনাজ, ২১ অক্টোবর রিলিজ মিউজিক ভিডিও

Aajtak Bangla
  • মুম্বই,
  • 17 Oct 2021,
  • Updated 5:49 PM IST
  • 1/10

সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিল এর জুটি সব সময়ই ফ্যান্স দের ফেভারিট। সিডনাজ বলে তারা ফ্যানমহলে খুব অল্প সময়ের মধ্যে সুনাম কুড়িয়েছেন।
 

  • 2/10

তাদের জুটিকে পছন্দ করছিল গোটা দেশ। থেকে দুনিয়া অফস্ক্রিন হোক কিংবা অনস্ক্রিন একসাথে তাদের দেখার জন্য ফ্যানেরা মুখিয়ে থাকতেন সব সময়।

  • 3/10

কিন্তু আচমকা গত ২ সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লা যন্ত্র বিকল হয়ে মৃত্যু হওয়ার পরই কোটি কোটি হৃদয়ে অবস্থান করা বলিউডের টেলি স্টার এর জমানার সমাপ্তি ঘটেছে এবং সিডনাজের জুটি প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে পড়েছে।

  • 4/10

কিন্তু সিদ্ধর্থ শুক্লা মারা গিয়েছেন বলে আর কখনও তাঁদের জুটিতে দেখা যাবে না এমনটা নয়। শেষবারের মতো মৃত্যুর আগে শুট করা ভিডিও দেখতে পাবেন ফ্যানরা।  

  • 5/10

যাদের আক্ষেপ ছিল সিদ্ধার্থকে দেখতে পেলেন না শেষবারের মতো, তাঁরা অন্তত মৃত্যুর আগে রেকর্ডেড এই জুটির রসায়ন আরও একবার উপভোগ করতে পারবেন। তবে বেশিরভাগ ফ্য়ানরাই আনন্দের পাশাপাশি অশ্রু ত্যাগ করবেন তা এখনই হলফ করে বলা যায়।

  • 6/10

তাই সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিলের শেষ গান "অধুরা" খুব দ্রুত মুক্তি পেতে চলেছে। শেষবার সিডনাজকে একসাথে স্ক্রিনে দেখতে পাবেন। এইখানে গান রিলিজের আগে এই ঘরে নির্মাতারা গানের পোস্টার রিলিজ করে দিয়েছেন। গানের নাম অধুরা। গায়িকা শ্রেয়া ঘোষাল নিজের টুইটার হ্যান্ডেলের শাহনাজের সঙ্গে সিদ্ধার্থের শেষ গানটার ফ্যানদের জন্য শেয়ার করেছেন।

  • 7/10

২১ অক্টোবর অধুরা গানটি রিলিজ হবে। শ্রেয়া সিদ্ধার্থ শুক্লার জন্য তাঁর পোস্টে হৃদয়স্পর্শী একটি ট্রিবিউট নোট লিখেছেন। শ্রেয়া লিখেছেন, তিনি স্টার ছিলেন এবং সব সময় থাকবেন। কোটি কোটি হৃদয়ের ভালোবাসা সর্বদা প্রজ্বলিত থাকবে।

  • 8/10

পোস্টারে সিডনাজের কেমিস্ট্রি আরও একবার ফ্যানেদের হৃদয় স্পর্শ করেছে। পোস্টারে সিদ্ধার্থ শুক্লা-শেহনাজ গিল লঞ্চ করতে ঢাকা যাচ্ছেন। গানের ট্যাগলাইনও অত্যন্ত আবেগপ্রবণ। "এক অধুরা গানা, এক অধুরি কাহানি" অর্থাৎ একটি অসম্পূর্ণ গান এবং একটি অসম্পূর্ণ গল্প।

  • 9/10

সিডনাজের জন্য ফ্যান্সের জন্য এই গান অত্যন্ত স্পেশাল এবং ইমোশনাল হতে চলেছে। তারা সর্বদা মনে রাখবেন এই গানটি, এমনটাই আশা ন নির্মাতাদের। 

 

  • 10/10

এটি আগে শিরোনাম করা হয়েছিল, 'হ্যাবিট'। সিদ্ধার্থ মারা যাওয়ার পর, সিদ্ধান্ত বদলে গানটিকে অধুরা শিরোনাম দেওয়া হয়। মৃত্যুর পর নির্মাতারা এ গানের মাধ্যমে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন, ট্রিবিউট দেওয়ার। সেই কারণেই গানের শিরোনাম বদলে দেওয়া হয়।

Advertisement
Advertisement