Advertisement

মনোরঞ্জন

লকডাউনে ভীষণ ব্যস্ত ছিলেন সুহানা! ফোটোশুটেই নাজেহাল

Aajtak Bangla
Aajtak Bangla
  • 12 Nov 2020,
  • Updated 10:52 AM IST
  • 1/10

সুহানা খানের গোল্ডেন গ্লো। গত মার্চ মাসে নিজের ইনস্টা হ্যান্ডেলে এই ছবিটি প্রকাশ করেন সুহানা। বলা যায় সান কিস্ড ছবি এটি। (ছবি: সুহানা খান / ইনস্টাগ্রাম)

  • 2/10

একইসঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন সুহানা, যেখানে হালকা পিচ মেকআপ, গলায়-কানে হালকা হীরের গয়না। মাথায় পনিটেল। ক্যাপশনে লিখেছিলেন 'এক্সপেরিমেন্টিং'। (ছবি: সুহানা খান / ইনস্টাগ্রাম)

  • 3/10

সুহানার এই ফোটোশুট করেছিলেন তাঁর মা গৌরী খান। ছবিগুলি দেখে মনে হতেই পারে সুহানার জন্য কোনও প্রোফেশনাল ফোটোগ্রাফারের প্রয়োজন পরে না। কারণ মডেল যদি সুন্দর হয়, তাহলে তো ছবি সুন্দর হবেই। (ছবি: সুহানা খান / ইনস্টাগ্রাম)

  • 4/10

ন্যূনতম মেক-আপ, আগোছালো হেয়ারস্টাইল, জিনস এবং প্রিন্টেড সিল্ক টিউব টপে মোহময়ী হয়ে উঠেছিলেন সুহানা। (ছবি: সুহানা খান / ইনস্টাগ্রাম)

  • 5/10

নীল জিনসের এই ছবিতে নিজেই ক্যাপশনে লিখেছিলেন 'এই ছবিগুলি আমার মা তুলে দিয়েছে'। (ছবি: সুহানা খান / ইনস্টাগ্রাম)

  • 6/10

ক্যাজুয়াল পোশাকেও তাক লাগিয়েছেন সুহানা। বাড়ির লাইব্রেরিতেও ফোটোশুট। হাতে জেমস ডিনের বই। (ছবি: সুহানা খান / ইনস্টাগ্রাম)

  • 7/10

গত ২২ মে, জন্মদিন ছিল সুহানার। ২০-তে পা রাখলেন শাহরুখ-গৌরীর ছোট্ট প্রিন্সেস। সেদিনও বেশ কিছু ছবি শেয়ার করেছেন নিজের ভক্তদের সঙ্গে। (ছবি: সুহানা খান / ইনস্টাগ্রাম)

  • 8/10

সুহানা নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন। তাঁর BFF অনন্যা পাণ্ডে এবং সান্যা কাপুর বলিউডে পা রাখেলেও, সুহানা যে নিজেকে বেশ ভালভাবে তৈরি করছেন তা বোঝাই যায়। (ছবি: সুহানা খান / ইনস্টাগ্রাম)

  • 9/10

পড়াশুনা ছাড়া নাচে বেশ মন সুহানার। ফুটবল খেলতেও ভালবাসেন শাহরুখ কন্যা। এমনকি স্কুল-কলেজে বেশ কয়েকটি টুর্নামেন্টও খেলেছেন। (ছবি: সুহানা খান / ইনস্টাগ্রাম)

  • 10/10

বলিউডের বড় পর্দায় পা না রাখলেও, সুহানার কিন্তু ক্যামেরার সামনে অভিষেক ঘটে গেছে। মডেলিং হোক বা কলেজের নাটক বা ছোট ছবিতে ইতিমধ্যেই অভিনয় করেছেন তিনি। (ছবি: সুহানা খান / ইনস্টাগ্রাম)

Advertisement
Advertisement