Advertisement

বলিউড

Trisha Kar Madhu Video: আপত্তিকর MMS-র পরে ফের ভাইরাল ত্রিশার ভিডিও, কী বললেন তিনি

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 12 Dec 2021,
  • Updated 10:57 AM IST
  • 1/10

কয়েক মাস আগে ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়েছিল ভোজপুরী অভিনেত্রী ত্রিশা কর মধুর। যার জেরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি। (সব ছবি সৌজন্যেঃ-ত্রিশা কর মধুর ফ্যান পেজ/ইনস্টাগ্রাম)
 

  • 2/10

এবার ফের শিরোনামে তাঁর নতুন ভিডিও। তবে এবারের ভিডিও কোনও আপত্তিকর কিছু নেই। ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

  • 3/10

ত্রিশাকে নেহা কক্কর এবং ফারহান সাবরিকে ডিজে চেতাসের 'বোল কাফরা কেয়া হোগা' গানের একটি ভিডিও তৈরি করতে দেখা গেছে।

  • 4/10

এই ভিডিওটি শেয়ার করে ভোজপুরি অভিনেত্রী ক্যাপশন লিখেছেন, "অপরাধের শাস্তি কী।" 
 

  • 5/10

এখন পর্যন্ত তিন হাজারের বেশি ব্যবহারকারী তাঁর এই পোস্টটি লাইক করেছেন।

  • 6/10

 তবে, অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে কমেন্ট সেকসন লক করেছেন, যার কারণে মাত্র দুটি মন্তব্য এসেছে।

  • 7/10

প্রসঙ্গত, আগস্ট মাসে, ত্রিশকর মধুর ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়। তার জেরে ব্যাপক শোরগোল পড়ে যায়।
 

  • 8/10

এর পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে অনেক নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছিল।

  • 9/10

সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোলিং হয়। এখন অভিনেত্রী তাঁর অনুসারীদের জন্য তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকসন বন্ধ করে দিয়েছেন।

  • 10/10

মাঝে মধ্যে তিনি তাঁর শুটিংয়ের ছবি ও ভিডিও আপলোড করেন।
 

Advertisement
Advertisement