Advertisement

মনোরঞ্জন

আবার পোশাক প্রায় পরলেনই না উরফি, নির্লজ্জ বলছে ইন্টারনেট

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 03 Dec 2021,
  • Updated 3:28 PM IST
  • 1/9

উরফি জাভেদ। দেশের লেটেস্ট সেনসেশন। ভাল-র চেয়ে খারাপের জন্যই তাঁকে লোক বেশি চেনে। তাতে অবশ্য তাঁর খুব একটা কিছু যায় আসে না।

  • 2/9

সাহসী এবং বোল্ড পোশাকে তিনি ইন্টারনেটে ঝড় তুলে চলেছেন প্রতিনিয়ত। তাঁর ছবি পোস্ট মানেই মিম, ব্যাঙ্গ, আমোদ। আর অবশ্যই সঙ্গে হটনেস।

 

  • 3/9

এ হেন উরফি টানা দুদিন অফ দ্য কাউন্ট থাকতে পারেন না। স্বাভাবিকভাবেই আরও একবার তাঁকে প্রায় পোশাকহীন বা উদ্ভট পোশাকে দেখা যাচ্ছে।

  • 4/9

উরফিকে শেষ ছবিতে দেখা যাচ্ছে একটি কাটা কাটা টপ এবং প্যান্ট পরা তার ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। তার চেহারা নেটিজেনদের কাছ থেকে প্রচুর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তাদের বেশিরভাগই খুশি হয়নি।

  • 5/9

স্ন্যাপগুলিতে, উরফিকে একটি সাটিন হল্টার নেক টপ এবং বেইজ প্যান্টে দেখা যাবে ৷ একটি অনুরূপ নেট গ্লাভস-এর সঙ্গে চেহারা বন্ধ বৃত্তাকার.  wedges সঙ্গে ensemble জোড়া পরে রয়েছেন।

 

  • 6/9

তার মেকআপের জন্য, তিনি সাজানো ভ্রু, মাস্কারার উদার কোট এবং একটি ম্যাট গোলাপী লিপস্টিক পরেছিলেন। তিনি একটি উঁচু খোঁপায় চুল বেঁধেছিলেন।


 

  • 7/9

উরফি জাভেদের একটি ড্রপ করা কাট-আউট টপ এবং প্যান্টে ছবি তোলা হয়েছিল। যা দেখে তার ছবি অনলাইনে নেটিজেনদের কাছ থেকে বেশ কিছু প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

 

  • 8/9

ছবি দেখে শেমলেস বলছে ইন্টারনেট। বেশিরভাগই তাঁকে ট্রোল করলেও তাঁর ছবির ভিউ হাজারের বেশি ছাড়িয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই।

  • 9/9

শরীর দেখা যাওয়া তাঁর ছবি কোনও পতিতার চেয়ে কম নয় বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। যদিও কেউ কেউ তাঁর মোলায়েম শরীরের প্রশংসা করেছেন।

Advertisement
Advertisement