Advertisement

মনোরঞ্জন

নবরাত্রি উদযাপনে স্নিগ্ধ সাজে, দেখুন বিদ্যার শাড়ি পরা লুক

Aajtak Bangla
Aajtak Bangla
  • 19 Oct 2020,
  • Updated 3:42 PM IST
  • 1/5

বরাবরই শাড়ি পড়তে ভালোবাসেন বিদ্যা বালন‌। আওয়ার্ড ফাংশন থেকে বলিউডের হাই প্রোফাইল পার্টি, প্রায় সবেতেই শাড়ি পড়ে নিজের আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন তিনি, মুগ্ধ হয়েছেন ফ্যানেরা। 

  • 2/5

গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে নবরাত্রি। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নবরাত্রি উদযাপনের শুরুর তিনদিনের নিজের শাড়ি পরা লুক শেয়ার করলেন পর্দার শকুন্তলা দেবী‌।

  • 3/5

প্রথমদিন বিদ্যা বালন পড়েছিলেন সিল্কের শাড়ি। সঙ্গে সোনালী গয়না ও খোঁপায় মালা লাগানো তাঁর এই লুক নজর কেড়েছে অনেকেরই। 

  • 4/5

দ্বিতীয় দিন বিদ্যার কমলা ও জাম রঙের পাড়ের শাড়ি এবং তাঁর সঙ্গে কনট্রাস্ট কুন্দনের ঝোলা দুল পরা ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
 

  • 5/5

তৃতীয় দিন বিদ্যা সেজে ছিলেন সাদা লাল পাড় শাড়িতে ও সঙ্গে রুপোলী গয়না। অভিনেত্রীর এই স্নিগ্ধ ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেক অনুরাগীরা ভার্চুয়ালি উজাড় করে দিয়েছেন তাঁদের ভালবাসা। বিদ্যার এক অনুরাগী লিখেছেন, "আপনার শাড়ির সম্ভার দেখে আমি মুগ্ধ হই"।

Advertisement
Advertisement