Advertisement

বলিউড

Actresses Who Battled Cancer: ক্যান্সারকে জয় করে জীবনের মূল স্রোতে ফিরেছেন এই সাহসী অভিনেত্রীরা! সামনে এনেছেন সেই গল্পও

Aajtak Bangla
  • 15 Jun 2022,
  • Updated 11:05 AM IST
  • 1/8

বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী অল্প কিছু ছবিতে কাজ করলেও, তাঁর অভিনয় মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখেছে। অনুপম খের সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে জানান, মহিমার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা। নিঃসন্দেহে এই খবরটি বহু মানুষের কাছেই ধাক্কার চেয়ে কম কিছু ছিল না। কিন্তু মহিমা একজন সাহসী নারী। তিনি পরবর্তী পরিবর্তনগুলি দেখাতে পিছপা হননি। আসুন আরও কিছু বলি তারকার সম্পর্কে জানা যাক যারা, ব্যথা সহ্য করেও সাহস হারাননি।
 

  • 2/8

তাহিরা কাশ্যপ সেই সব নারীদের মধ্যে পড়েন, যা অনেক মানুষকেই অনুপ্রেরণা যোগায়। অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার চিহ্নও তাঁর শরীরে রয়েছে। তাহিরা সাহসিকতার সঙ্গে তাঁর  ক্ষতচিহ্ন প্রকাশ করেছিলেন।
 

  • 3/8

ডিম্বাশয়ের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী মনীষা কৈরালা। অত্যন্ত কষ্ট থাকা সত্ত্বেও, সব সময় তাঁর মুখের হাসি দেখা গেছে । মনীষা সে সময় তাঁর চেহারা  সকলের সামনে আনেন। এমনকি হাসপাতাল থেকেও  ছবিও শেয়ার করেন তিনি।
 

  • 4/8

ছবি মিত্তল স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। প্রায়শই তাঁর চিকিৎসা সম্পর্কে নানা আপডেট শেয়ার করেন তিনি। অভিনেত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে রেডিয়েশন থেরাপির দাগগুলিও প্রকাশ করেন।
 

  • 5/8

অভিনেত্রী লিসা রে,২০০৯ সালে মাল্টিপল মায়েলোমা ক্যান্সারের কবলে পড়েছিলেন। তাঁর ঝরে পড়া চুল কখনই তাঁর আত্মবিশ্বাসের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। সেই লুকই নিজের স্টাইল স্টেটমেন্ট বানিয়েছিলেন অভিনেত্রী।
 

  • 6/8

অভিনেত্রী সোনালী বেন্দ্রে মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, একথা প্রায় সকলেরই জানা। অভিনেত্রীর সাহসী চেহারা একটি স্টাইল স্টেটমেন্ট হিসাবে গণনা করা হয়েছিল।
 

  • 7/8

নাফিসা আলি, পেরিটোনিয়াল এবং ডিম্বাশয়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। দীর্ঘ লড়াই করে শেষ পর্যন্ত এই মারণ রোগকে পরাজিত করেন তিনি। কেমোথেরাপির পর চুল উঠে গেলেও, তিনি সাহস হারাননি।
 

  • 8/8

'কাইটস' ছবিতে হৃত্বিক রোশনের বিপরীতে ছিলেন অভিনেত্রী বারবারা মোরি। তিনিও ক্যান্সারের চিকিৎসার সময় চুল হারিয়েছিলেন। অভিনেত্রীরও স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
 

Advertisement
Advertisement