Advertisement

বেআইনি নির্মাণ মামলা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ সোনু সুদ

বেআইনি নির্মাণ সংক্রান্ত এক মামলায় বম্বে হাইকোর্টের (Bombay High Court) রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত বিষয়ে বিএমসির নোটিসের প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট স্বস্তি দেয়নি অভিনেতাকে। এবার তাই এমআরটিপি আইনে আনা নোটিশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এই অভিনেতা। 

সোনু সুদ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Jan 2021,
  • अपडेटेड 9:58 AM IST
  • সোনু সুদের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ
  • অভিনেতার আবেদন খারিজ বম্বে হাইকোর্টের
  • সুপ্রিম কোর্টের দ্বারস্থ সোনু


বেআইনি নির্মাণ সংক্রান্ত এক মামলায় বম্বে হাইকোর্টের (Bombay High Court) রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত বিষয়ে বিএমসির নোটিসের প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট স্বস্তি দেয়নি অভিনেতাকে। এবার তাই এমআরটিপি আইনে আনা নোটিশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এই অভিনেতা। 

নিজের আবেদনে সোনু সুদ জানিয়েছেন, তাঁর বাংলোয় ওই নির্মাণটিতে বিএমসির কমিশনারের আংশিক অনুমোদন রয়েছে। পাশাপাশি মুম্বই কোস্টাল রেগুলেশন জোন অথরিটির ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। এক্ষত্রে সোনুর যুক্তি, যেহেতু আংশিক অনুমোদন রয়েছে তাই নোটিশ জারি করা উচিত নয়। 

এর আগে গতবছর অক্টোবরে বিএমসির জারি করা নোটিসের প্রেক্ষিতে ১০ সপ্তাহ সময় চেয়েছিলেন সোনু সুদের আইনজীবী। একইসঙ্গে নির্মাণ ভেঙে দেওয়ার জন্য যাতে কোনওরকম অভিযান চালানো না হয় তার জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত জানায়, প্রয়োজনে বিএমসির সঙ্গে কথা বলতে পারেন অভিনেতা। 

প্রসঙ্গত বিএমসির নোটিশের বিরুদ্ধে সিটি সিভিল কোর্টে তাঁর আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই হাইকোর্টের দ্বারস্থ হন সোনু সুদ। জুহু এলাকায় তাঁর বাড়িতে বিএমসি যাতে কোনও বড় পদক্ষেপ না নেয়, হাইকোর্টে সেই আবেদনই জানিয়েছিলেন সোনু। যদিও সোনুর আবেদন খারিজ হয়ে গিয়েছে। এখন দেখার সুপ্রিম কোর্টে কী হয়। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement