Advertisement

করণ জোহারের পরের ছবিতে আলিয়া-রণবীর! প্রেমের ছবিতে পর্দায় ফের ফুটে উঠবে এই জুটির রসায়ন

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'গাল্লি বয়'-এর সাফল্যের পর ফের জুটি বাঁধতে চলেছেন রণবীর সিং (Ranveer Singh) ও আলিয়া ভাট (Alia Bhatt)। প্রায় পাঁচ বছর পর রূপোলি পর্দার জন্যে, নতুন এই ছবি পরিচালনা করবেন করণ জোহার (Karan Johar)। শোনা যাচ্ছে ছবিটি মূলত প্রেমেরই গল্প। যার চিত্রনাট্য লেখার কাজ লকডাউনেই সেরে ফেলেছেন করণ। 

করণ, আলিয়া ও রণবীর (ছবি সৌজন্য: ফেসবুক)করণ, আলিয়া ও রণবীর (ছবি সৌজন্য: ফেসবুক)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 01 Feb 2021,
  • अपडेटेड 9:44 AM IST
  • ফের পর্দায় ফুটে উঠবে আলিয়া-রণবীর জুটির রসায়ন।
  • আসছে করণ জোহারের নতুন ছবি।
  • ছবিটি মূলত প্রেমেরই গল্প।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'গাল্লি বয়'-এর সাফল্যের পর ফের জুটি বাঁধতে চলেছেন রণবীর সিং (Ranveer Singh) ও আলিয়া ভাট (Alia Bhatt)। প্রায় পাঁচ বছর পর রূপোলি পর্দার জন্যে, নতুন এই ছবি পরিচালনা করবেন করণ জোহার (Karan Johar)। শোনা যাচ্ছে ছবিটি মূলত প্রেমেরই গল্প। যার চিত্রনাট্য লেখার কাজ লকডাউনেই সেরে ফেলেছেন করণ। 

এই প্রথমবার রণবীর ও করণ একসঙ্গে কাজ করতে চলেছেন। অন্যদিকে আলিয়া ভাটের ডেবিউ ফিল্ম 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর পরিচালক ছিলেন করণ। ২০১৬ সালে 'অ্যা দিল হে মুসকিল' ছবির পরিচালনার পর বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন পরিচালক। যদিও ওটিটি প্ল্যাটফর্মের জন্যে 'লাস্ট স্টোরিজ' ও 'ঘোস্ট স্টোরি'-এই ছবিগুলির পরিচালনা করেছেন। বছরের শেষে একই সঙ্গে রাজস্থানে ছিলেন করণ-আলিয়া-রণবীর। মনে করা হচ্ছে সেখানেও চলেছে আলোচনা। নতুন ছবিটি ধর্মা প্রোডাকশনসের ব্যানারেই আসবে কিনা কিংবা আরও বিস্তারিত বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি টিম।

আরও পড়ুন

ইতিমধ্যেই ঘোষিত হয়েছে করণ জোহারের পরবর্তী ছবি 'তখত'-এর কথাও। এই পিরিওড ফিল্মে রয়েছেন একগুচ্ছ প্রথম সারির বলিউড অভিনেতারা। এখানে অভিনয় করছেন রণবীর সিং, ভিকি কৌশল, করিনা কাপুর খান, অনিল কাপুর, আলিয়া ভাট, ভূমি পেডনেকার এবং জানভি কাপুর। 

আলিয়া ভাটের কয়েকটি ছবি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবিতে গাঙ্গুবাঈয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। এক যৌনপল্লীর মালিকের জীবনকে আশ্রয় করে বানানো হয়েছে এই ছবি। অন্যদিকে, অয়ন মুখার্জি পরিচালিত সুপারহিরো অ্যাডভেঞ্চার ' ব্রহ্মাস্ত্র'-এর জন্যে অপেক্ষা করছেন দর্শকেরা। মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অমিতাভ বচ্চন। 

রণবীরের ঝুলিতে রয়েছে রোহিত শেট্টি পরিচালিত ছবি 'সার্কাস'। উইলিয়াম শেক্সপিয়ারের নাটক 'দ্য কমেডি অফ এরর' থেকেই এই ছবির গল্প নেওয়া হয়েছে। যেখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এছাড়াও কবীর খানের ছবি '৮৩'-ও রয়েছে মুক্তির অপেক্ষায়। বলিউডের অফস্ক্রিন পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং‌। এবার অনস্ক্রীনেও জুটি বেঁধেছেন এই ছবির মাধ্যমেই। ১৯৮৩ সালের ভারতের প্রথম বিশ্বকাপ জেতাকে ঘিরে তৈরি হয়েছে এই ছবি। এখানে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণভীর এবং তাঁর স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement