Advertisement

Annu Kapoor Tamannaah Bhatia Controversy: 'দুধেল শরীর...' তামান্নাকে নিয়ে অন্নু কাপূরের মন্তব্য VIRAL, তোলপাড় ইন্টারনেটে

Bollywood Gossips: সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হতে হয় অন্নু কাপুর। সম্প্রতি তামান্না ভাটিয়ার শরীরকে দুধের সঙ্গে তুলনা করে নেটদুনিয়ার কটাক্ষের মুখে পড়লেন প্রবীণ অভিনেতা। 

অন্নু কাপুর, তামান্না ভাটিয়া অন্নু কাপুর, তামান্না ভাটিয়া
Aajtak Bangla
  • মুম্বই,
  • 13 Oct 2025,
  • अपडेटेड 6:15 PM IST

শিরোনামে অন্নু কাপুর। এই মুহূর্তে সোশাল মিডিয়ায় অন্নুকে নিয়ে রীতিমতো তোলপাড়। বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে তাঁর একটি মন্তব্যের জেরে জোর জল্পনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হতে হয় প্রবীণ অভিনেতাকে। সম্প্রতি তামান্নার শরীরকে দুধের সঙ্গে তুলনা করে নেটদুনিয়ার কটাক্ষের মুখে পড়লেন অন্নু। 

কী নিয়ে বিতর্ক? 

বিতর্ক শুরু হয় যখন, এক সাক্ষাৎকারে 'আজ কি রাত' গানটি নিয়ে আলোচনা করার সময় তামান্না ভাটিয়ার উপস্থিতি সম্পর্কে মন্তব্য করেন অন্নু কাপুর। তাঁর ভিডিও দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যার ফলে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বহু নেটিজেন তাঁর কথাগুলি 'অশ্লীল' বলে বর্ণনা করেন। 

আরও পড়ুন

অন্নুর মন্তব্য 

শুভঙ্কর মিশ্রের সঙ্গে কথোপকথনের সময়, তামান্না এবং তাঁর জনপ্রিয় গান সম্পর্কে অন্নু কাপুরের মতামত জিজ্ঞাসা করা হয়। জবাবে, অন্নু বলেন, "মাশাআল্লাহ কেয়া দুধিয়া বদন হ্যায় (যার অর্থ, তামান্নার শরীর দুধেল)।" অনেকেই এই মন্তব্যকে অত্যন্ত কুরুচিকর, অশালীন বলে মনে করছেন।

এরপর অন্নুকে বলা হয়, তামান্নার আগে উল্লেখ করেছেন যে বাচ্চারা তাঁর 'আজ কি রাত' গানটি শুনে ঘুমিয়ে পড়ে। একথা শুনে প্রবীণ অভিনেতার মন্তব্য, "কত বছরের বাচ্চারা ঘুমিয়ে পড়ে? ৭০ বছরের বাচ্চা হতে পারে। আমি সামনে থাকলে জিজ্ঞেস করতাম। উনি নিজের গানের মাধ্যমে, নিজের 'দুধিয়া চেহারা' নিয়ে আমাদের বাচ্ছাদের ঘুম পাড়ায় খুব ভাল কথা। দেশের উপকার হবে যদি আমাদের বাচ্চারা ভাল ভাবে ঘুমায়। আরও কোনও ইচ্ছে থাকলে, ভগবান ওঁর সব ইচ্ছে পূরণ করুক।"

 

 

পোস্টটিতে মন্তব্য করে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কাপুরের মন্তব্যকে "অশ্লীল এবং অশ্লীল" হিসাবে লেবেল করে তাদের অস্বীকৃতি জানিয়েছেন। অনেকেই অভিনেতাকে জনসাধারণের আলোচনায় আরও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যা ইন্ডাস্ট্রিতে নারীদের প্রতি সংবেদনশীলতার বৃহত্তর আহ্বানকে প্রতিফলিত করে। 

অন্নুর এরকম মন্তব্য মোটেই ভাল চোখে দেখছেন না তামান্নার ভক্ত কিংবা নেটিজেনরা। অনেকে দাবি করেছেন,  তামান্নার কাছে ক্ষমতা চাওয়া উচিত তাঁর। তবে, যাকে নিয়ে এত আলোচনা, সেই তামান্না এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement