Advertisement

Rakhi Sawant Mother died: মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন রাখী সাওয়ান্ত, পাশে দেখা গেল না স্বামী আদিলকে

রাখীর স্বামী আদিল খান দুর্রানি তাঁর স্ত্রীর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রাখী সাওয়ান্ত এই কদিন রোজ মাকে দেখতে হাসপাতালে গিয়েছেন। তিনি ভক্তদের কাছে তাঁর মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধও করেন। কিন্তু কোনও প্রার্থনাই আর কাজে এল না, শনিবার হাসপাতালেই মারা যান রাখী সাওয়ান্তের মা জয়া সাওয়ান্ত। মায়ের মৃত্যুর খবরে অভিনেত্রী একেবারে ভেঙে পড়েছেন।

মায়ের সঙ্গে রাখী সাওয়ান্ত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামমায়ের সঙ্গে রাখী সাওয়ান্ত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • মুম্বই,
  • 29 Jan 2023,
  • अपडेटेड 2:23 PM IST
  • শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাখীর মা জয়া সাওয়ান্ত।
  • বেশ কিছুদিন ধরেই তিনি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ক্যান্সার ও ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
  • রাখীর স্বামী আদিল খান দুর্রানি তাঁর স্ত্রীর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ান্তের মা। চিকিৎসা চলছিল একটি বেসরকারি হাসপাতালে কিন্তু শনিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাখীর মা জয়া সাওয়ান্ত। বেশ কিছুদিন ধরেই তিনি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ক্যান্সার ও ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

রাখীর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন আদিল
রাখীর স্বামী আদিল খান দুর্রানি তাঁর স্ত্রীর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রাখী সাওয়ান্ত এই কদিন রোজ মাকে দেখতে হাসপাতালে গিয়েছেন। তিনি ভক্তদের কাছে তাঁর মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধও করেন। কিন্তু কোনও প্রার্থনাই আর কাজে এল না, শনিবার হাসপাতালেই মারা যান রাখী সাওয়ান্তের মা জয়া সাওয়ান্ত। মায়ের মৃত্যুর খবরে অভিনেত্রী একেবারে ভেঙে পড়েছেন। 

আরও পড়ুন

আবেগঘন ভিডিও শেয়ার
মায়ের মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও শেয়ার করলেন তিনি। যেখানে দেখা গেল, মৃত্যু শয্যায় তাঁর মা। মায়ের কষ্ট সহ্য করতে না পেরে মাটিতে বসে ফাদার, গড-কে ডাকছেন রাখী সাওয়ান্ত। প্রার্থনা করছেন, 'যেন ঈশ্বর তাঁর মাকে মুক্তি দেন। এরপরই জয়া দেবীর প্রয়াণের খবর সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুসংবাদ শেয়ার করে রাখী লেখেন, আজ আমার মায়ের হাত মাথার ওপর থেকে সরে গেল। আমার কাছে হারানোর আর কিছুই রইল না। আমি তোমায় খুব ভালবাসি মা। তুমি ছাড়া আর কিছুই রইল না। এবার আমি কী করব? কোথায় যাব?'

রাখীর সঙ্গে ছিলেন না স্বামী আদিল
মায়ের মরদেহ নিয়ে রাখী হাসপাতাল থেকে একাই বের হন। তাঁর স্বামী আদিলকে দেখা যায়নি কোথাও। এদিন রাখীর পরণে ছিল শাড়ি। ৭৩ বছরের জয়াদেবী বেশ কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বারে বারে হাসপাতালের বাইরে দেখা গিয়েছে রাখীকে। সাতমাস আগে বিয়ে করেন রাখী সাওয়ান্ত। তাঁর ও আদিলের টালমাটাল বিয়ের পরিস্থিতিতেও চোখে জল নিয়ে সকলকে জানিয়েছিলেন যে তাঁর মা হাসপাতালে ভর্তি। তিনি এই মানসিক চাপ নিতে পারছেন না। তবে চেষ্টার কোনও খামতি রাখেননি তিনি। যদিও শেষ রক্ষা হল না। 

Advertisement

আর্থিকভাবে সহায়তা করেন মুকেশ আম্বানি
রাখী সাওয়ান্ত সর্বদাই চিকিৎসক ও মুকেশ আম্বানিকে ধন্যবাদ জানাতে ভোলেননা। মায়ের চিকিৎসার জন্য আম্বানি তাঁকে আর্থিকভাবে সহায়তা করেছিলেন। রাখী জানিয়েছিলেন যে তাঁর মা দুমাসের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এভাবে ২৮ জানুয়ারি যে তিনি চলে যাবেন তা কেউ ভাবতেও পারেননি। রাখীর মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে। অভিনেত্রী বেশ কিছুদিন ধরে একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আর এই সময়ে তাঁর মাথার ওপর থেকে মায়ের হাত সরে যাওয়ায় তিনি আরও একা হয়ে গেলেন। 

Read more!
Advertisement
Advertisement