গ্রেফতার হলেন রাখি সাওয়ান্তের স্বামী আদিল দুর্রানি। তার বিরুদ্ধে মুম্বইয়ের ওসিওয়ারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আদিলের স্ত্রী তথা অভিনেত্রী রাখি। রাখি দাবি করেছেন যে, তাঁর ও আদিলের মধ্যেকার সম্পর্ক খুব একটা ভালো নয় এবং মনে করা হচ্ছে যে আদিলের বিরুদ্ধে রাখি সাওয়ান্তই এফআইআর করেছেন। মঙ্গলবার সকালেই পুলিশ আদিলকে নিজেদের হেফাজতে নেয়।
গ্রেফতার আদিল দুর্রানি
অভিনেত্রী রাখী সাওয়ান্তের অভিযোগের পর ৭ ফেব্রুয়ারি রাখি সাওয়ান্তের স্বামী আদিল দুর্রানিকে পুলিশ তার বয়ান রেকর্ড করার জন্য ডেকে পাঠায়। এরপর পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে তারা আদিলকে গ্রেফতার করেছে সকালে। এখন পুলিশ গ্রেফতার সংক্রান্ত অন্যান প্রক্রিয়াগুলি করছে। রাখি সাওয়ান্ত যে এই এফআইআর করেছিল তা পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ এও জানিয়েছে যে তারা আদিলকে গত ২ দিন ধরে খুঁজছে। অভিযোগ যাই থাকুক না কেন তা রাখির তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
রাখির অভিযোগ
পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের কাছে রাখী সাওয়ান্ত দাবি করেছেন যে আদিল তাঁর বাড়িতে এসে তাঁকে মারধর করার চেষ্টা করে। তিনি বলেন, আজকে সকালে আদিল আমার বাড়িতে এসেছিল মআমায় মারধর করতে। আমি তৎক্ষণাত পুলিশকে ফোন করি। রাখি এর সঙ্গে এও যোগ করে বলেন, আদিল আমাকে কিছু না জানিয়ে আমার বাড়িতে এসে আমার ওপর চিৎকার করতে শুরু করে। আমি ইতিমধ্যেই আদিলের বিরুদ্ধে এই নিয়ে দুবার কেস ফাইল করেছি কিন্তু কখনও সংবাদমাধ্যমের কাছে বলিনি। পুলিশ তখনও আদিলকে বুঝিয়ে বলেছিল। সেই সময় জামিন যোগ্য ধারায় অপরাধ লিখিত হয়। গতকাল রাতে এটি এফআইআর-এ রূপান্তরিত হয়েছে। রাখি এও জানিয়েছেন যে আদিল তাঁর থেকে টাকা ও ৪ লক্ষ টাকার গয়না হাতিয়ে নেয় বলে জানিয়েছেন অভিনেত্রী।
গ্রেফতারের একদিন আগেও রেস্তোরাঁয় রাখি-আদিল
অথচ আদিল গ্রেফতারের আগের রাতেই রাখী ও তাঁর স্বামীকে দেখা গিয়েছিল রেস্তোরাঁতে। তাঁকে যখন এ বিষয়ে প্রশ্ন করা হয় তখন রাখি জানান যে আদিল আচমকা তাঁর কাছে এসে নাকি ক্ষমা চায়। তিনি নাকি কথাও বলতে চাননি আদিলের সঙ্গে, কিন্তু আদিল তাঁকে সকলের সামনে খাইয়ে দেয়। কিন্তু তারা নাকি কথা বলেননি। রাখি এ প্রসঙ্গে বলেন, "এখন আমি আদিলের সঙ্গে কোনও ধরনের আপোস করব না। আমি এরকম ছেলের সঙ্গে থাকব না যে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত। আমি চেয়েছিলাম আদিল ক্ষমা চেয়ে সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসুক। কিন্তু আদিলকে বিশ্বাস করা যাবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ডিভোর্স নেব।
বিয়ে নিয়ে প্রথম থেকেই ছিল বিতর্ক
২০২২ সালে আদিল-রাখি কিছুমাস ডেট করার পরই বিয়ে করে নেন। তাও খুবই গোপনভাবে। এই বছরের জানুয়ারিতে রাখি তাঁর বিয়ের বিষয়ে সকলকে জানান। যদিও আদিল সেই সময় থেকেই বলছিল যে এটা নাকি ভুয়ো বিয়ে। কিন্তু পরে আদিল রাখি সাওয়ান্তকে নিজের স্ত্রী হিসাবে স্বীকার করেন। যদিও রাখি সাওয়ান্তের মায়ের মৃত্যুর পর রাখী আদিলের বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা প্রকাশ করেন এবং জানান যে আদিল তাঁকে ব্ল্যাকমেইল করছে। সেই সময় অভিনেত্রী আদিলের থেকে ডিভোর্স নিতে অস্বীকার করে।