সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী বাবা-মা হলেন। কিয়ারার কোল আলো করে এল কন্যাসন্তান। মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। কিয়ারা গত ফেব্রুয়ারিতেই নিজের মা হতে চলার সুখবর শেয়ার করেছিলেন।
শুভেচ্ছাবার্তার বন্যা
এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা বয়ে গেছে। ফ্যান এবং সেলিব্রিটি উভয়ই দম্পতিকে অনেক শুভেচ্ছা জানাচ্ছেন। এই দম্পতি এখনও তাদের মেয়ের কোনও ছবি শেয়ার করেননি, তবে মনে করা হচ্ছে যে সঠিক সময় এলে ভক্তরা অবশ্যই লিটিল মালহোত্রার এক ঝলক দেখতে পাবেন।
নেটিজেনরা বলছেন
সিড এবং কিয়ারাকে তাদের কন্যা সন্তানের জন্মের জন্য অভিনন্দন জানিয়েছেন সকলে। একজন ইউজার লিখেছেন, 'অভিনন্দন'। অন্য একজন লিখেছেন,'পাওয়ার দম্পতিকে বাবা-মা হওয়ার জন্য অভিনন্দন'। নেটিজেনরা আরও লিখছেন যে 'সকল ছাত্রছাত্রীরই কন্যা সন্তান হয়েছে'। আসলে এখানে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির কথা বলা হচ্ছে। এতে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা গেছিল।
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর সঙ্গে সংযোগ
আলিয়া ভাটের মেয়ের নাম রাহা। বরুণ ধাওয়ানও এক কন্যা সন্তানের বাবা। এখন সিদ্ধার্থ মালহোত্রার ঘরেও এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। এই প্রসঙ্গে নেটিজেনরা লিখছেন, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির প্রধান তারকাদের প্রথম সন্তান মেয়ে হয়েছে।'
২০২৩ সালে এই দম্পতির বিয়ে হয়
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী ২০২৩ সালে বিয়ে করেন। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে রাজকীয় রীতিতে এই দম্পতির বিয়ে হয়। চলচ্চিত্র জগতের অনেক তারকা এতে উপস্থিত ছিলেন। 'শেরশাহ' ছবির সেটে এই দম্পতির প্রেমের গল্প শুরু হয়েছিল।
সিদ্ধার্থ এবং কিয়ারার আগামী ছবি
সিদ্ধার্থ মালহোত্রাকে আগামী দিনে 'পরম সুন্দরী' ছবিতে দেখা যাবে। ছবিটি ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে এবং এখন এটি অগস্টে দর্শকদের কাছে পৌঁছাবে। এতে সিডের সঙ্গে জাহ্নবী কাপুরকে দেখা যাবে। কিয়ারাকে 'ওয়ার ২' ছবিতে দেখা যাবে। ছবিটি ১৪ অগাস্ট মুক্তি পাবে।