Advertisement

Dhurandhar Box Office Collection: মারকাটারি অ্যাকশন, মাখোমাখো প্রেমে ভরপুর! রণবীরের 'ধুরন্ধর' বক্স অফিসে কতটা আয় করল?

Ranveer Singh's Dhurandhar Movie: বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল 'ধুরন্ধর'। রণবীরের মারকাটারি অ্যাকশন ইতিমধ্যেই দর্শকদের মন জয় করছে। এছাড়াও এই ছবি নিয়ে চর্চার পিছনে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করছে। 

'ধুরন্ধর'-র বক্স অফিস রিপোর্ট'ধুরন্ধর'-র বক্স অফিস রিপোর্ট
Aajtak Bangla
  • মুম্বই,
  • 08 Dec 2025,
  • अपडेटेड 12:03 PM IST

শিরোনামে রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলার ছবিটি ৬ ডিসেম্বর, মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলছে। মাত্র তিন দিনেই মাইলফলক স্পর্শ করেছে এই ছবি। বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল 'ধুরন্ধর'। রণবীরের মারকাটারি অ্যাকশন ইতিমধ্যেই দর্শকদের মন জয় করছে। এছাড়াও এই ছবি নিয়ে চর্চার পিছনে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করছে। 

রণবীর সিংয়ের ৪০তম জন্মদিনেরই সামনে এসেছিল 'ধুরন্ধর'-র প্রথম ঝলক। আর তারপর থেকেই শুরু হয় বিতর্ক। পর্দায় ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করেন রণবীর। ৪০ বছরের অভিনেতাকে ২০ বছরের সারা অর্জুনের সঙ্গে প্রেম করতে দেখা যায় পর্দায়, তা নিয়ে বেশ আলোচনা হয় বি-টাউনে।

এছাড়াও গত অগাস্ট মাস নাগাদ ছবির শ্যুটিং চলাকালীন টিমের ১০০ জনের বেশি সদস্য আচমকাই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের লাদাখের লেহ-র হাসপাতালে ভর্তি করা হয়। মনে করা হচ্ছে, খাবার থেকে বিষক্রিয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। এই ঘটনা সেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'ধুরন্ধর'-র এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন কেমন।

ছবি: ধুরন্ধর

* প্রযোজনা: আদিত্য ধর, জ্যোতি দেশপান্ডে, লোকেশ ধর   
 
* পরিচালক: আদিত্য ধর

* অভিনয়ে: রণবীর সিং, সারা অর্জুন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী।      

বক্স অফিস কালেকশন 

* বিশ্বব্যাপী নেট কালেকশন- ১৪৪.৬ কোটি  

* ভারতে নেট কালেকশন- ১০৩ কোটি 

* বিদেশে নেট কালেকশন- ২১ কোটি 

* মুক্তির পরে প্রথম দিনে ভারতে 'ধুরন্ধর'-র কালেকশন ছিল ২৮ কোটি, দ্বিতীয় দিনেও কালেকশন ছিল ৩২ কোটি, তৃতীয় দিনে কালেকশন ছিল ৪৩ কোটি টাকা।  

Advertisement

প্রসঙ্গত, ২০১৮ সালে রণবীর সিং ৩০০ কোটি টাকার ব্লকবাস্টার 'পদ্মাবত' এবং ২০০ কোটি টাকার সুপারহিট 'সিম্বা' উপহার দিয়েছেন। এরপর থেকে তাঁর কোনও ছবি এত বড় হিট হয়নি। 'ধুরন্ধর', প্রায় সাত বছরের অপেক্ষার অবসান ঘটাল।


 

Read more!
Advertisement
Advertisement