জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার সঙ্গে পাঁচ কোটি টাকার প্রতারণ হয়েছে। পুলিশের কাছে এমন বয়ান দিলেন কমেডি কিং কপিল। গত ২৯ ডিসেম্বর গাড়ি ডিজাইনার দিলীপ ছাবরিয়াকে ভুয়ো ফিনান্স এবং রেজিস্ট্রেশন চক্র চালানোর দায়ে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। সেই দিলীপের বিরুদ্ধেই ওই বিপুল পরিমাণ আর্থিক নয়ছয়ের অভিযোগ এনেছেন কপিল।
নকল নম্বর প্লেট লাগানো গাড়ি রয়েছে কপিল শর্মার। এই অভিযোগেই কপিলকে তলব করেছিল মুম্বই পুলিশ। পাশপাশি বাজেয়াপ্ত করা হয় কপিলের গাড়ি। সেই মামলাতেই কপিল পুলিশের কাছে বয়ান দেন, দিলীপ ছাবরিয়াকে ভ্যানিটি ভ্যান বানাতে সাড়ে পাঁচ কোটি টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ভ্যান এখনও পাননি।
বৃহস্পতিবার, দুপুর ২টো নাগাদ মুম্বইয়ের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) থেকে বেরতে দেখা যায় কপিল শর্মাকে। সেখানে ভারপ্রাপ্ত সিআইইউ অফিসার এপিআই শচীন ওয়েজের কাছে অভিযোগ পেশ করেন। এরপর পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি। এই বিষয়ে ইতিমধ্যে মুম্বইয়ের আর্থিক অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেছেন কপিল। এরপর সংবাদপত্রে ছাবরিয়ার গ্রেফতারির খবর শুনে আরও আশঙ্কিত হয়ে যান বলে জানান তিনি। তারপরেই মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। ছাবরিয়ার মতো মানুষ গ্রেফতার হওয়াতে খুশি কপিল, জানিয়েছেন ‘হোয়াইট কলার ক্রাইমে’ প্রচুর লোক জড়িত।
এদিকে সম্প্রতি কপিল শর্মার ঘরে দ্বিতীয় সন্তান আসছে বলে খবর পাওয়া গিয়েছে। এদিকে এবার ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি নিজেই তাঁর ডেবিউ করার কথা শেয়ার করেছেন কমেডি কিং। তিনি বলেছেন যে এই আসন্ন প্রোজেক্ট তাঁর হৃদয়ের অত্যন্ত কাছের। তাই এই বছরের শুরুতেই এই খুশির খবর তিনি ভক্তদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারছেন না। যদিও কপিলের পোস্ট থেকে এটা স্পষ্ট নয় যে তাঁর অভিনীত সিরিজ কমেডি হবে না কি সিরিয়াস কোনও ফ্যামিলি ড্রামা। এটাও স্পষ্ট নয় যে তাঁর কমেডি শো এ বার টিভি থেকে ওটিটি প্ল্যাটফর্মে চলে যাচ্ছে কি না! এদিকে সম্প্রতি জানা গিয়েছে, কপিল শর্মার শোয়ে আর দেখা যাবে না ভারতী সিংকে। মাদক মামলায় নাম জড়ানোর পরই কপিলের শো থেকে ভারতীকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যায়।