Advertisement

Gauri Khan: মামলা দায়ের শাহরুখ পত্নী গৌরীর বিরুদ্ধে, কী ঘটেছিল?

FIR Against Gauri Khan: আইনী জটিলতায় জড়ালেন গৌরী খান। শাহরুখ পত্নীর বিরুদ্ধে লখনউতে মামলা দায়ের করা হয়েছে।

গৌরী খান (ছবি সৌজন্য: ফেসবুক)গৌরী খান (ছবি সৌজন্য: ফেসবুক)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 02 Mar 2023,
  • अपडेटेड 11:07 AM IST

কিং খানের ফ্যানেদের জন্য দুঃসংবাদ। তাঁর স্ত্রী গৌরী খান জড়ালেন আইনী জটিলতায়। মুম্বইয়ের বাসিন্দা কিরীট যশবন্ত শাহ দাবী করেন যে, তিনি লখনউয়ের তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপারস লিমিটেড-এ একটি ফ্ল্যাট কিনেছিলেন। যার খরচ ছিল কোটি টাকা। তিনি এখন পর্যন্ত সে কোম্পানিকে ৮৬ লক্ষ টাকা দেওয়া সত্ত্বেও, এখনও ফ্ল্যাট পাননি। গৌরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন, কারণ শাহরুখ পত্নী এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

এই কিরীট যশবন্ত শাহ নামে এই ব্যক্তি তুলসিয়নি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের সিএমডি অনিল কুমার তুলসিয়ানি এবং ডিরেক্টর মহেশ তুলসিয়ানির বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন। তিনটির উপর ৪০৯ ধারা জারি করা হয়েছে। সুশান্ত গলফ সিটি থানা থেকে এই তথ্য পাওয়া গেছে। ব্যক্তি অভিযোগ তোলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী খানের প্রচারে প্রভাবিত হয়ে তিনি এই ফ্ল্যাটটি নিয়েছেন।

আরও পড়ুন

যদিও গৌরী খান এই বিষয় অবগত নন। তিনি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই এফআইআর তাঁর নামেও হয়েছে। গৌরী খান সম্প্রতি একটি নতুন বিলাসবহুল গাড়ি- মার্সিডিজ বেঞ্জ কিনেছেন, যার দাম কয়েক লক্ষ টাকা।

গৌরী খানের নিজস্ব ব্র্যান্ড 'গৌরী খান ডিজাইনস'। নিজের ব্র্যান্ডের আসবাবপত্র সরবরাহ করেন তিনি। এখনও পর্যন্ত গৌরী খানের তরফে এই মামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।

 

Read more!
Advertisement
Advertisement