তারকাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই শোনা যায়। ফ্যানদের মনেও এই বিষয়ে কৌতূহল থাকে। তবে কিছু সম্পর্কের কথা দীর্ঘদিন মনে থেকে যায় সকলের। এরকমই এক চর্চিত জুটি হলেন ঐশ্বর্য রাই বচ্চন ও সলমন খান। কর্মজীবন নিয়ে শিরোনামে থাকলেও, এই দুই তারকার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়।
নায়ক- নায়িকার বাস্তব জীবনের প্রেম নতুন কিছু নয়। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে অতীতে। বর্তমানেও টলি-বলি-হলির বহু তারকা জুটির প্রেম দেখা যায়। সে সম্পর্ক বহুক্ষেত্রে গড়ায় বিয়ের পিঁড়ি অবধি। ঐশ্বর্য- সলমনের প্রেমও ঠিক সেরকমই। এই দুই বলি তারকার সম্পর্ক কারও অজানা না। বিষয়টা বি-টাউনে সেসময় অনেকটা 'ওপেন সিক্রেট'-র মতোই ছিল। অনেকই ভেবেছিলেন প্রাক্তন এই জুটির সম্পর্ক বহুদূর এগোবে। কিন্তু সে গুড়ে বালি! টেকেনি না তাঁদের সম্পর্ক। যদিও ব্রেকআপের আসল কারণ কখনও প্রকাশ্যে আসেনি।
বহু বছর প্রেম করার পরে, ২০০২ সালে ঐশ্বর্য- সলমনের সম্পর্ক ভেঙে যায়। তাঁদের ডেটিং এবং প্রেমের কথা আজও চর্চায় রয়েছে। সম্প্রতি, বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্কর ঐশ্বর্য-সলমনের সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে নানা তথ্য প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রহ্লাদ বলেন যে, সলমনের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বর্য খুব কষ্ট পেয়েছিলেন। এই বিচ্ছেদ তাঁর কেরিয়ারেও নেতিবাচক প্রভাব ফেলেছিল। প্রহ্লাদ বলেন, "আমি ঐশ্বর্যকে সাপোর্ট করেছিলাম। আমি ওঁকে বলেছিলাম এসব নিয়ে চিন্তা না করতে।"
তিনি আরও বলেন, "কিন্তু ইন্ডাস্ট্রি...ঐশ্বর্য সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল এই ভেবে যে, সলমনের জন্য ইন্ডাস্ট্রি তাঁকে দূরে ঠেলে দিয়েছে। কেউ তাঁকে সমর্থন করেনি। যদিও সত্যি তাঁর পক্ষে ছিল। ঐশ্বর্যর মনে হয়েছিল, ওঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। অভিনেত্রী শুধুমাত্র ব্রেকআপে কষ্ট পাননি, বরং ইন্ডাস্ট্রির পক্ষপাতদুষ্ট আচরণেও কষ্ট পেয়েছিল। ও আর ইন্ডাস্ট্রিকে বিশ্বাস করে না। যদি ওঁর দোষ থাকত এবং অন্যজন নিরপরাধ হত, অথবা যদি উভয়ের সঙ্গে সমান আচরণ করা হত, তাহলে আমি বুঝতাম। কিন্তু সব কিছুই একতরফা ছিল।"
প্রসঙ্গত, ব্রেকআপের পর কখনও একসঙ্গে কাজ করেননি সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চন। দু'জনেই তাঁদের জীবনে এগিয়ে গিয়েছেন। এখনও বিয়ে না করলেও, বলিউডের ভাইজান সলমনের জীবনে এসেছে বহু নায়িকা। আবার সে প্রেমও ভেঙেছে। অন্যদিকে প্রাক্তন বিশ্ব সুন্দরী-ঐশ্বর্য, ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক বচ্চনের সঙ্গে। বিয়ের বছর চারেক পরে কন্যা সন্তানের মা হন নায়িকা। বিভিন্ন সময় গুজব ছড়িয়েছে অভিষেকের সঙ্গে বিয়ে ভাঙছে তাঁর। তবে সেসব গুঞ্জনকে বারবার ভুল প্রমাণ করে, এখনও সংসার করছেন তারকা জুটি।