Advertisement

Hina Khan: কেমোর পর নিজেই চুল কেটে ফেললেন হিনা, মেয়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন

Hina Khan- Chemotherapy: মারণ ক্যান্সারের মোকাবিলা করতে কেমোথেরাপির সাহায্য নিচ্ছেন হিনা খান। প্রথম কেমোর পর চুল কেটে ফেললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

হিনা খান (ছবি: ইনস্টাগ্রাম)হিনা খান (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 04 Jul 2024,
  • अपडेटेड 1:57 PM IST

ক্যান্সারে ভুগছেন হিনা খান। এই দুঃসংবাদ কিছুদিন আগে ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বিনোদন জগৎ তথা অভিনেত্রীর অনুগামীদের মধ্যে। স্তন  ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন হিনা। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই শেয়ার করেছেন তিনি। অভিনেত্রী জানান, তাঁর চিকিৎসা শুরু হয়েছে। কেমোথেরাপিও শুরু হয়েছে। নিজের সোশ্যাল পেজে এবার একটি আবেগঘন ভিডিও শেয়ার করলেন টেলি নায়িকা।     
 
মারণ ক্যান্সারের মোকাবিলা করতে কেমোথেরাপির সাহায্য নিচ্ছেন হিনা খান। প্রথম কেমোর পর চুল কেটে ফেললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, কান্নায় ভেঙে পড়লেন তাঁর মা। এমনকী স্পষ্ট হাসি মুখের পিছনে, অভিনেত্রীর বিষাদমাখা মুখ। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে দেহের সমস্ত চুল ঝরে যায়। এজন্যে আগে থেকেই চুল কাটলেন তিনি। নিজের চুলে প্রথম কাঁচি চালালেন নায়িকা নিজেই।

 

 

আরও পড়ুন

ভিডিওটির সঙ্গে একটি লম্বা ক্যাপশন লিখেছেন হিনা খান। অভিনেত্রী লিখেছেন, "কাশ্মীরি ভাষায় আমার মায়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। আসলে নিজেকে এরকম কিছুর সাক্ষী থাকার জন্য প্রস্তুত করতে হবে কখনও, তা তিনি কখনও কল্পনা করেননি। যে সমস্ত মানুষ, বিশেষ করে মহিলারা একই যুদ্ধে লড়ছেন, আমি জানি এটা কঠিন, আমি জানি আমাদের বেশিরভাগের জন্য, আমাদের চুল খুব প্রিয়। কিন্তু এরকম কঠিন যুদ্ধে জিততে চাইলে, কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং আমি জিততে পছন্দ করি।" 

তিনি আরও লেখেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে জেতার জন্য আমি নিজেকে সম্ভাব্য সব সুযোগ দেব। আমার সুন্দর চুল পড়তে শুরু করার আগেই আমি নিজেই কেটে দিলাম। কয়েক সপ্তাহ ধরে মানসিকভাবে ভাঙে পড়ব, সেটা সহ্য করতে চাইনি।  আমি বুঝতে পেরেছি যে আমার আসল মুকুট হল আমার সাহস, আমার শক্তি এবং নিজের প্রতি আমার ভালোবাসা। এই সময়কালে আমার নিজের চুল দিয়ে তৈরি উইগ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি।  চুল,ভ্রু আবার ফিরে পাবো, দাগ ম্লান হয়ে যাবে, কিন্তু আত্মা অবশ্যই পুরো থাকতে হবে।" 

Advertisement

 

হিনা লেখেন, "আমি আমার গল্প, আমার এই জার্নি রেকর্ড করছি, যাতে নিজেকে আঁকড়ে ধরার আমার এই প্রচেষ্টা সকলের কাছে পৌঁছায়। আমার অভিজ্ঞতার একটি দিনও যদি কারও জীবন একটুও ভাল করতে পারে, তাহলে সেটি মূল্যবান। ঈশ্বর আমাদের কষ্ট কমিয়ে দিক এবং আমাদের বিজয়ী হওয়ার শক্তি দিন। দয়া করে প্রার্থনা করুন আমার জন্য ...।" সেই সঙ্গে পরিবার ও কাছের মানুষদের ধন্যবাদ জানিয়েছেন হিনা, তাঁর পাশে থাকার জন্য। 

 

টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। 'ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়', 'কসৌটি জিন্দেগী কী ২' - দর্শকদের মন জেতা ছাড়াও 'বিগ বস' ১১ ও ১৪ -তেও যথেষ্ট জনপ্রিয় হয়েছেন তিনি। হিনা, শো-এ বিজয়ী হননি, কিন্তু 'বিগ বস'-র কারণে তাঁর জনপ্রিয়তা দ্বিগুণ বাড়ে। টেলিভিশন শো ছাড়াও, তিনি ওয়েব শো এবং ছবিতে কাজ করেছেন। এছাড়াও অনেক মিউজিক ভিডিওর মাধ্যমে সকলের মন বারবার জয় করেছেন অভিনেত্রী।


 

Read more!
Advertisement
Advertisement