IIFA 2024 Winners: ২৮ সেপ্টেম্বর শনিবার আবুধাবিতে ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (IIFA)-র অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হল। অ্যাটলি পরিচালিত জওয়ানের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। মণি রত্নম ও এ আর রহমান তাঁর হাতে পুরস্কার তুলে দেন। মঞ্চে উঠে শাহরুখ প্রবাদপ্রতীম পরিচালকের পা ছুঁয়ে প্রণাম করেন। সুরকার এআর রহমানকে জড়িয়ে ধরেন।
সম্মান গ্রহণের সময় অন্যান্য মনোনীতদের ট্যালেন্টের কথাও তুলে ধরেন শাহরুখ খান। রণবীর সিং, রণবীর কাপুর, বিক্রান্ত ম্যাসি, ভিকি কৌশল এবং সানি দেওলের ভূয়সী প্রশংসা করেন তিনি। 'আমার মতে এঁদের প্রত্যেকেই দুর্দান্ত ছিলেন, তবে আমি এটি পেয়েছি কারণ আমি এতদিন পরে কাজ করায় মানুষ খুব খুশি হয়েছে,' বলেন তিনি।
জওয়ান ছবির প্রযোজক ছিলেন গৌরী খান। তাঁর সিনেমায় এত টাকা খরচ করার জন্য় মস্করা করে গৌরী খানকে ধন্যবাদও দেন শাহরুখ।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিমাল-এর জন্য সেরা সিনেমার শিরোপা পান। অ্যানিমালের জন্যই পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অনিল কাপুর।
IIFA 2024: অ্যাওয়ার্ড-জয়ীদের সম্পূর্ণ তালিকা
সেরা সিনেমা - সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমাল
সেরা অভিনেতা- শাহরুখ খান, জওয়ান
সেরা অভিনেত্রী- রানী মুখোপাধ্যায়, মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে
সেরা পরিচালক- বিধু বিনোদ চোপড়া, টুয়েলভথ ফেল
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - অনিল কাপুর, অ্যানিমাল
সেরা পার্শ্ব অভিনেত্রী- শাবানা আজমি, রকি রানী
নেগেটিভ চরিত্রে সেরা অভিনেতা - ববি দেওল, অ্যানিমাল
সেরা গল্প- রকি অর রানি কি প্রেম কাহানি
সেরা গল্প (অভিযোজিত)- টুয়েলভথ ফেল
শ্রেষ্ঠ সঙ্গীত - অ্যানিমাল
সেরা গান - সিদ্ধার্থ -গরিমা, 'সতরঙ্গা,' অ্যানিমাল
শ্রেষ্ঠ গায়ক (পুরুষ) - ভূপিন্দর বাব্বল, 'আরজান ভ্যালি,' প্রাণী
সেরা গায়িকা (মহিলা) - শিল্পা রাও, 'চালেয়া'
ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান - জয়ন্তীলাল গাদা, হেমা মালিনী
সিনেমা ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূরণ - করণ জোহর