Advertisement

বাইডেনকে 'গজনি', কমলা হ্যারিসকে 'কমল', কী বলছেন কঙ্গনা!

ট্রাম্পকে বিদায় জানিয়ে মার্কিন যক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি এবার প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিস। কমলাকে শভেচ্ছা জানালেও, বাইডেনকে গজনি বললেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত।

কমলা হ্য়ারিসকে 'কমল', বাইডেনকে 'গজনি' বললেন কঙ্গনা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 09 Nov 2020,
  • अपडेटेड 7:21 PM IST
  • বিনোদন থেকে রাজনীতি - সব বিষয়েই সোশ্যাল মিডিয়ায় খোলাখুলিভাবে মন্তব্য করেন কঙ্গনা রানাওয়াত।
  • মার্কিন যক্তরাষ্ট্রের নির্বাচনে কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড কুইন।
  • বাইডেনকে গজনি বললেন কঙ্গনা!

ট্রাম্পকে বিদায় জানিয়ে মার্কিন যক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি এবার প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিস। কমলাকে শভেচ্ছা জানালেও, বাইডেনকে গজনি বললেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। 

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কমলা হ্যারিস ট্যুইট করেন। তিনি লেখেন, আমি হয়তো প্রথম মহিলা, কিন্তু আমিই শেষ নই....। বাইডেন এবং কমলার জয়ের প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। সাধারণ মানুষ থেকে হলিউড, বলিউডের সর্বত্র তাঁদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। 

শুভেচ্ছার সেই তালিকা থেকে বাদ জাননি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা লেখেন, 'গজনি বাইডেন সম্পর্কে নিশ্চিত নই। কারণ বাইডেনের ডেটা পাঁচ মিনিট অন্তর ক্র্যাশ করে। ওরা তাঁর উপর যা ইনজেকশন দিয়েছেন, এক বছরের বেশি তা থাকেনি। কাজেই এটা স্পষ্ট যে, কমল হ্যারিসই শো-টা চালাবেন। যখন একজন মহিলা উপরে ওঠেন, তখন তিনি প্রত্যেক মহিলার জন্যই পথ তৈরি করেন। এই ঐতিহাসিক দিনকে চিয়ার্স।' 

বিনোদন থেকে রাজনীতি - সব বিষয়েই সোশ্যাল মিডিয়ায় খোলাখুলিভাবে মন্তব্য করেন কঙ্গনা রানাওয়াত। এবারও তার অন্যথা নয়। তবে শুভেচ্ছা বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম লিখতে গিয়ে বানান ভুল করেছেন কঙ্গনা। এমনটাও উঠে এসেছে সামনে। কমলা হ্যারিসকে 'কমল' হ্যারিস না 'কামাল' হ্যারিস কী বলতে চাইলেন তিনি? ভাল বাংলায় কমল শব্দের অর্থ হয় পদ্ম। অন্যদিকে হিন্দিতে কামাল-এর অর্থ অসাধারণ। কী বোঝাতে চাইলেন কঙ্গনা সে বিষয় আপাতত এখানেই থাক।

দক্ষিণের সুপারস্টার ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার বায়োপিক ছবি 'থালাইভি'-র শ্যুটিং ইতিমধ্যেই শেষ করেছেন কঙ্গনা। ছবিতে জয়ললিতার রাজনৈতিক গুরু এবং কিংবদন্তি তারকা এমজিআর-এর ভূমিকায় দেখা যাবে অরবিন্দ স্বামীকে, এছাড়াও রয়েছেন ভাগ্যশ্রী। 'থ্যালাইভি'-র পর নতুন ছবি 'তেজস'-এ মন দিয়েছেন কঙ্গনা। বায়ুসেনার পাইলটের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির পরিচালনার দায়িত্বে সর্বেশ মেওয়ারা। প্রযোজক রনি স্ক্রুওয়ালা।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement