Advertisement

Kareena Kapoor: 'অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং দিন ছিল...', স্বামী সইফের ওপর হামলায় প্রথম বিবৃতি স্ত্রী করিনার

অভিনেতা সইফ আলি খানের ওপর আক্রমণের পর রাতেই প্রথম বিবৃতি প্রকাশ স্ত্রী করিনা কাপুরের। সইফের ওপর হামলায় স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি থেকে তাঁর ভক্তরা। কীভাবে এবং কেন এই ঘটনা ঘটল, সকলের মনেই ঘুরছে এই প্রশ্ন। অভিনেতার বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। দিনভর এই সংক্রান্ত অনেক তথ্য প্রকাশ্যে এসেছে।

সইফ আলি খান- করিনা কাপুরসইফ আলি খান- করিনা কাপুর
Aajtak Bangla
  • মুম্বই,
  • 17 Jan 2025,
  • अपडेटेड 7:37 AM IST

অভিনেতা সইফ আলি খানের ওপর আক্রমণের পর রাতেই প্রথম বিবৃতি প্রকাশ স্ত্রী করিনা কাপুরের। সইফের ওপর হামলায় স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি থেকে তাঁর ভক্তরা। কীভাবে এবং কেন এই ঘটনা ঘটল, সকলের মনেই ঘুরছে এই প্রশ্ন। অভিনেতার বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। দিনভর এই সংক্রান্ত অনেক তথ্য প্রকাশ্যে এসেছে। রাতে এই বিষয়ে প্রথম বিবৃতি আসে সইফের স্ত্রী সুপারস্টার করিনা কাপুর খানের তরফে। সোশ্যাল মিডিয়ায় তিনি এই পোস্টটি শেয়ার করেন।

ভক্তদের জন্য পোস্টটি শেয়ার করেন অভিনেত্রী। সইফের শারীরিক অবস্থার কথাও জানান করিনা। ভক্তদের ধৈর্য ধরতেও অনুরোধ করেন। এবং কোনও গুজবে কান না দেওয়ার বার্তা দেন।

করিনা সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন
"আমাদের পরিবারের জন্য খুবই চ্যালেঞ্জিং দিন ছিল। আমরা এখনও ভাবছি এসব কীভাবে হল। এই কঠিন সময়ে, আমি মিডিয়া এবং পাপারাজ্জিদের অনুরোধ করতে চাই যে কোনও ধরনের গুজব যাতে না ছড়ানো বয়। এছাড়াও, সঠিক নয় এমন কোনও কভারেজ করবেন না।

"আমরা আপনাদের সকলের উদ্বেগ বুঝতে পারছি, আমরা উদ্বিগ্নও রয়েছি। আপনারা যেভাবে ক্রমাগত আপডেট পাওয়ার চেষ্টা করছেন, এসব দেখা আমাদের জন্য একটি বড় বিষয়। আপনারা যেভাবে আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্, এটা আমাদের জন্য খুবই বড় ব্যাপার। তবে আমি আপনাদের সকলকে অনুরোধ করতে চাই জনগণ আমাদের একটু সময় দিক, যাতে আমাদের পরিবার এই আতঙ্ক দ্রুত কাটিয়ে উঠতে পারে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যে এই সংবেদনশীল সময়ে আমাদের সাহায্য করছেন।"

সইফ আলি খানের ওপর হামলার বিষয়ে মুম্বই পুলিশ জানিয়েছে, বুধবার রাত ২টোর দিকে একজন অজ্ঞাত ব্যক্তি অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে। সেখানে উপস্থিত পরিচারিকার সঙ্গে তর্ক শুরু করে। সইফ দুজনের মাঝখানে এসে লোকটিকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ক্ষিপ্ত ব্যক্তি সইফ আলি খানকে আক্রমণ করে। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সে ধারালো বস্তু দিয়ে ৬ বার সইফের ওপর হামলা করে। তবে বর্তমানে অভিনেতার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, আততায়ী তৈমুরের ন্যানির মুখোমুখি হয়েছিল। এজন্য সে ১ কোটি টাকা দাবি করেছিল। তবে সইফের কাছে সে কিছুই চায়নি। শিশুদেরও বন্দী করেনি। সে ন্যানিকে আক্রমণ করেছিল।

এদিকে সইফ আলি খান মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল। বুধবার গভীর রাতে সইফের বাড়িতে অনুপ্রবেশ করে এক ব্যক্তি। পরিবারের পরিচারিকা প্রথমে এই ব্যক্তিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে, সইফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আক্রমণকারী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে সাইফের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে ৬ বার আঘাত করে। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির পাঁচজন কর্মচারীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

Read more!
Advertisement
Advertisement