Advertisement

Kiara Advani Pregnant: সুখবর বি-টাউনে! বাবা-মা হতে চলেছেন সিড- কিয়ারা, পরিবারে শুরু উদযাপন

Kiara Advani -Sidharth Malhotra To Become Parents: বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল কিয়ারার অন্ত:সত্ত্বা হওয়া নিয়ে। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন জুটি। স্বাভাবিকভাবেই মালহোত্রা ও আডবানি পরিবারে খুশির আবহ- চলছে উদযাপন। 

Aajtak Bangla
  • মুম্বই,
  • 28 Feb 2025,
  • अपडेटेड 2:34 PM IST

সুখবর বলিউডে। সিদ্ধার্থ মালহোত্রা- কিয়ারা আডবানির পরিবারে আসতে চলেছে ছোট্ট অতিথি। বাবা- মা হতে চলেছেন তারকা জুটি। শুক্রবার নিজেরাই এই সুখবর দিলেন সকলকে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল কিয়ারার অন্ত:সত্ত্বা হওয়া নিয়ে। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন জুটি। স্বাভাবিকভাবেই মালহোত্রা ও আডবানি পরিবারে খুশির আবহ- চলছে উদযাপন। 

নেটমাধ্যমে হবু বাবা- মা একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে সিড- কিয়ারার হাতের ওপর রাখা আছে একটি ছোট্ট আদুরে উলের সাদা মোজা। ক্যাপশনে তাঁরা লিখেছেন, "আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শীঘ্রই আসছে..."

 
 

আরও পড়ুন

 

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন সিড ও কিয়ারা। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে বসেছিল জুটির রাজকীয় বিয়ে আসর। বিয়ের রাতে সোশ্যাল মিডিয়ায় বিয়ের নানা মুহূর্ত শেয়ার করেন জুটি। মুহূর্তে নেটমাধ্যম ছেয়ে যায় নবদম্পতির ছবিতে। এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বইতে আয়োজন হয় গ্র্যান্ড রিসেপশনের। সেখানে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির প্রায় সকলেই।

প্রসঙ্গত, সিদ্ধার্থ এবং কিয়ারা তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন লুকোছাপা করেননি। দু'জনেই প্রকাশ্যে স্বীকারও করেছিলেন একে অপরকে ভালোবাসার কথা। তবে বিয়েতে গোপনীয়তা রেখেছিলেন জুটি। বিয়ের আগে, মাঝে শোনা যায় জুটির প্রেম বিচ্ছেদ হয়েছে। পরে 'জুগ জুগ জিও' ছবির স্ক্রিনিংয়েও জুটিকে একসঙ্গে দেখা যায়। এমনকী করণ জোহরের শো-তেও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তাঁরা। এরপর নিশ্চিন্ত হন সকলে। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ, কিয়ারার নাম ইতিমধ্যে ট্রেন্ডিং। বলাই বাহুল্য এই খবর শুনে দারুণ উৎসাহিত অনুগামীরা।  সকলেরই অপেক্ষায় থাকবেন বি-টাউনের নতুন স্টারকিডের।  
 

Read more!
Advertisement
Advertisement