Advertisement

Sushant Singh Rajput: বিহারে নির্বাচনে বড় চমক, প্রার্থী হচ্ছেন, সুশান্ত সিং রাজপুতের বোন!

Sushant Singh Rajput: দিব্যা জানিয়েছেন, তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। বিশেষ করে যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও নারীদের সুরক্ষার বিষয়কে তিনি নিজের নির্বাচনী প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু করতে চান। তাঁর কথায়, ‘‘আমি কোনও দলে রাজনীতি করতে আসিনি, আমি মানুষের জন্য কাজ করতে চাই।’’

বিহারে দিঘা আসনে বড় চমক, প্রার্থী হচ্ছেন, সুশান্ত সিং রাজপুতের বোন!বিহারে দিঘা আসনে বড় চমক, প্রার্থী হচ্ছেন, সুশান্ত সিং রাজপুতের বোন!
Aajtak Bangla
  • পটনা,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 2:24 AM IST

Sushant Singh Rajput Sister Bihar Election Candidate: বিহার ভোটে বড় চমক। প্রার্থী হচ্ছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন। তিনি পাটনার দিঘা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তাঁকে প্রার্থী করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী লেনিনবাদী) দলের পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন। সোমবার দলের তরফে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

দল সূত্রে জানা গিয়েছে, সুশান্তর মামাতো বোন দিব্যা গৌতম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তিনি ন্যায়ের দাবিতে সরব ছিলেন। এবার সরাসরি রাজনীতির ময়দানে নেমে তিনি সমাজ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, আজকের রাজনীতি ধনীদের হাতের খেলনা হয়ে গিয়েছে, সাধারণ মানুষের কথা আর কেউ শোনে না।

দিব্যা জানিয়েছেন, তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। বিশেষ করে যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও নারীদের সুরক্ষার বিষয়কে তিনি নিজের নির্বাচনী প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু করতে চান। তাঁর কথায়, ‘‘আমি কোনও দলে রাজনীতি করতে আসিনি, আমি মানুষের জন্য কাজ করতে চাই।’’

আরও পড়ুন

ভাকপা (মালেক)-এর নেতৃত্ব জানিয়েছে, দিব্যা গৌতমের মতো সাহসী ও শিক্ষিত মুখকে সামনে রেখে তারা সমাজে নতুন বার্তা দিতে চায়। তাঁদের মতে, তাঁর প্রার্থীতা শুধু প্রতীকী নয়, এটি এক সামাজিক লড়াইয়ের অংশ।

পাটনার দিঘা কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এখানে বিভিন্ন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। দিব্যার নাম ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেকেই সুশান্তের স্মৃতিতে প্রভাবিত হয়ে দিব্যার পক্ষে সমর্থন জানাচ্ছেন।

দিব্যার পরিবারও তাঁর সিদ্ধান্তে পাশে দাঁড়িয়েছে। তাঁরা জানিয়েছেন, সুশান্তের অসমাপ্ত স্বপ্ন পূরণের পথেই এগোচ্ছেন দিব্যা। ভাইয়ের আদর্শকে সামনে রেখেই তিনি মানুষের জন্য কাজ করবেন বলে দৃঢ়প্রতিজ্ঞ।

দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, সুশান্ত সিং রাজপুত কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন এক সংগ্রামী তরুণ। দিব্যা সেই সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখছেন রাজনীতির ময়দানে নেমে।

Advertisement

দিব্যা গৌতম এখন পুরোপুরি নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। প্রচার শুরু হলে তাঁর প্রার্থিতা ঘিরে যে নতুন আলোচনার ঢেউ উঠবে, তা এখনই আন্দাজ করা যাচ্ছে।
 

 

Read more!
Advertisement
Advertisement