Advertisement

স্মৃতি উস্কে ডিস্কো ডান্সার নিয়ে তৈরি হচ্ছে মিউজিক্যাল প্লে

১৯৮২ সালের সুপারহিট ছবি ডিস্কো ডান্সার আজও দর্শক মনে গেঁথে রয়েছে। ভারতে এই ধারার ছবি সেটাই ছিল প্রথম। ছবিতে মিঠুন চক্রবর্তীর নাচ, গল্প আর গান এই ত্রয়ী দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতারা। এ বার এ ছবিরই একটি মিউজিকাল প্লে তৈরি করছেন সঙ্গীত পরিচালক সেলিম-সুলেমান। নাটকের গান লিখছেন ইরফান সিদ্দিকি। এর জন্য ছবির সত্ব কেনা হয়ে গিয়েছে। চলছে কাজ।

ছবিতে মিঠুন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 20 May 2021,
  • अपडेटेड 10:40 AM IST
  • ভারতে এই ধারার ছবি সেটাই ছিল প্রথম।
  • ছবিতে মিঠুন চক্রবর্তীর নাচ, গল্প আর গান এই ত্রয়ী দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতারা।

১৯৮২ সালের সুপারহিট ছবি ডিস্কো ডান্সার (Disco Dancer) আজও দর্শক মনে গেঁথে রয়েছে। ভারতে এই ধারার ছবি সেটাই ছিল প্রথম। ছবিতে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) নাচ, গল্প আর গান এই ত্রয়ী দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতারা। এ বার এ ছবিরই একটি মিউজিকাল প্লে তৈরি করছেন সঙ্গীত পরিচালক সেলিম-সুলেমান (Salim Sulaiman)। নাটকের গান লিখছেন ইরফান সিদ্দিকি (irfan siddiqui)। এর জন্য ছবির সত্ব কেনা হয়ে গিয়েছে। চলছে কাজ।

ইরফান একটি সাক্ষাৎকারে আজতককে জানান, '২০১৫ সালে আমরা প্রথম মিউজিকা প্লে বানিয়েছিলাম। যা আন্তর্জাতিক দর্শক-শ্রোতাদের ভীষণ পছন্দ হয়েছিল। এর থেকে অনুপ্রেরণা নিয়ে মুঘল-এ-আজম এবং উমরাও জান নিয়ে মিউজিকাল প্লে তৈরি করেছি যা এক সঙ্গে ভারতে এবং বিশ্বের আঙিনার দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এই দুইয়ের সাফল্য আমরা বেশ খুশি। তাই ডিস্কো ডান্সার নিয়ে পরবর্তী প্লে তৈরি করার কথা ভাবি। সা রে গা মা-র সঙ্গে সমস্ত পরিকল্পনাও হয়ে গিয়েছিল। গত ২৬ মার্চ এটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত করা হয়।'

তিনি আরও জানান, এই ক্লাসিক ছবির সমস্ত অরিজিনাল ট্র্যাক তাঁরা তৈরি করে ফেলেছেন। ডিস্কো ডান্সার রাশিয়া, ইউরোপ-সহ গোটা বিশ্বে সে সময় প্রবল জনপ্রিয়তা লাভ করেছিল। ছবির এখটি গান জিমি জিমি রাশিয়ার ভীষণ জনপ্রিয় হয়। এক দিক থেকে বলা যায়, আশি এবং নব্বইয়ের দশকে এই গানটি ভারতীয় সিনেমার পরিচয় বহন করেছে বিদেশে। ইরফান বলেন, 'আমাদের আশা ভারত-সহ সারা বিশ্বে এই মিউজিকাল প্লে ভীষণ ভাবে পছন্দ করবেন সকলে। আমরা অপেক্ষা করে রয়েছি কবে করোনা পরিস্থিতি ঠিক হবে।'

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement