Advertisement

Nora Fatehi: দাউদের ড্রাগ পার্টি স্ক্যান্ডালে ট্রোলড, জবাব দিলেন নোরা ফাতেহি

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত মাদক পাচার তদন্তে নাম জড়ানোয় তীব্র কটাক্ষ ও ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন বলিউড ডান্স ডিভা নোরা ফতেহি। এবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট শেয়ার করে তিনি এই বিতর্কে সরাসরি প্রতিক্রিয়া জানালেন। জানালেন তাঁর জীবনযাপন, কাজের ধরণ এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে তাঁর সাফ বার্তা।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 1:36 PM IST
  • আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত মাদক পাচার তদন্তে নাম জড়ানোয় তীব্র কটাক্ষ ও ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন বলিউড ডান্স ডিভা নোরা ফতেহি।
  • এবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট শেয়ার করে তিনি এই বিতর্কে সরাসরি প্রতিক্রিয়া জানালেন।

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত মাদক পাচার তদন্তে নাম জড়ানোয় তীব্র কটাক্ষ ও ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন বলিউড ডান্স ডিভা নোরা ফতেহি। এবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট শেয়ার করে তিনি এই বিতর্কে সরাসরি প্রতিক্রিয়া জানালেন। জানালেন তাঁর জীবনযাপন, কাজের ধরণ এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে তাঁর সাফ বার্তা।

নোরা স্পষ্ট ভাষায় লিখেছেন-তিনি কোনও পার্টিতে যান না, কাজই তাঁর একমাত্র অগ্রাধিকার। তাঁর কথায়, 'আমি পার্টিতে যাই না। আমি ক্রমাগত কাজ করি। আমার কোনও ব্যক্তিগত জীবন নেই। আমি এই ধরনের লোকদের সঙ্গে নিজেকে জড়াই না। বিরতি নিলে আমি দুবাইয়ে আমার বাড়িতে বা ঘনিষ্ঠদের সঙ্গেই সময় কাটাই।'

নোরা জানান, কিছু মানুষ তাঁকে সহজ লক্ষ্য ভেবে তাঁর নাম খারাপ করার চেষ্টা করেছে, মিথ্যা ছড়িয়েছে, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এবার তিনি নীরব না থেকে ট্রোলারদের সতর্ক করলেন-'দয়া করে আমার ছবি ও নাম এমন বিষয়ের সঙ্গে যুক্ত করবেন না, যার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এর জন্য আপনাদের অনেক মূল্য দিতে হতে পারে।'

তিনি আরও দাবি করেন, এতদিন অপমান সহ্য করলেও আর ভুল তথ্য সহ্য করবেন না। তাঁর বিরুদ্ধে অন্যায় প্রচার চালানো হলে তিনি আইনি পথে পদক্ষেপ নিতেও পিছপা হবেন না বলে ইঙ্গিত দেন।

অভিনয় ও নাচের দুনিয়ায় নোরা আগেই জনপ্রিয়। সম্প্রতি আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্না অভিনীত ‘থামা’ ছবিতে ‘দিলবার কি আঁখোন কা’ গানে তাঁকে দেখা গিয়েছে। সামনে তাঁকে দেখা যেতে পারে দক্ষিণ ভারতের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা ৪’-এ।

বিতর্কের মাঝেও নোরার পোস্ট স্পষ্ট করে দিল, তিনি কাজেই মন দেন, এবং তাঁর নাম ব্যবহার করে হওয়া নেতিবাচক প্রচার নিয়ে তিনি আর চুপ থাকবেন না।

 

Read more!
Advertisement
Advertisement