Advertisement

Pooja Bhatt: বাবার সঙ্গে লিপ-KISS, ৩০ বছরের পুরনো সেই বিতর্কে অবশেষে মুখ খুললেন পূজা ভাট

সম্প্রতি Bigg Boss OTT 2 শেষ হয়েছে। আর তারপরেই ১৯৯০ সালের এক বিতর্ক নিয়ে মুখ খুললেন পূজা ভাট। বাবা মহেশ ভাটের সঙ্গে তাঁর এক বিতর্কিত ম্যাগাজিন কভারের বিষয়ে মুখ খুললেন তিনি। উক্ত ম্যাগাজিনের প্রচ্ছদে বাবা-মেয়েকে চুম্বন করতে দেখা গিয়েছিল। সেই সময়ে ছবিটি নিয়ে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছিল। 

বাবার সঙ্গে চুম্বনের ভাইরাল ছবি নিয়ে প্রতিক্রিয়া পূজা ভাটেরবাবার সঙ্গে চুম্বনের ভাইরাল ছবি নিয়ে প্রতিক্রিয়া পূজা ভাটের
Aajtak Bangla
  • মুম্বই,
  • 11 Sep 2023,
  • अपडेटेड 12:21 PM IST
  • সম্প্রতি Bigg Boss OTT 2 শেষ হয়েছে। আর তারপরেই ১৯৯০ সালের এক বিতর্ক নিয়ে মুখ খুললেন পূজা ভাট।
  • বাবা মহেশ ভাটের সঙ্গে তাঁর এক বিতর্কিত ম্যাগাজিন কভারের বিষয়ে মুখ খুললেন তিনি।
  • উক্ত ম্যাগাজিনের প্রচ্ছদে বাবা-মেয়েকে চুম্বন করতে দেখা গিয়েছিল। সেই সময়ে ছবিটি নিয়ে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছিল। 

সম্প্রতি Bigg Boss OTT 2 শেষ হয়েছে। আর তারপরেই ১৯৯০ সালের এক বিতর্ক নিয়ে মুখ খুললেন পূজা ভাট। বাবা মহেশ ভাটের সঙ্গে তাঁর এক বিতর্কিত ম্যাগাজিন কভারের বিষয়ে মুখ খুললেন তিনি। উক্ত ম্যাগাজিনের প্রচ্ছদে বাবা-মেয়েকে চুম্বন করতে দেখা গিয়েছিল। সেই সময়ে ছবিটি নিয়ে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছিল। 

বাবার সঙ্গে চুম্বনের ভাইরাল ছবি নিয়ে প্রতিক্রিয়া পূজা ভাটের
সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাত্কারে অভিনেত্রী-চলচ্চিত্র নির্মাতাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। এই বিতর্ক নিয়ে তাঁর ভাবনা কী, তা জানতে চাওয়া হয়। সেই সময়ে তিনি বলেন, 'আমার এটা নিয়ে কোনও অনুশোচনা নেই। কারণ আমি এটিকে খুব সহজভাবে দেখি। আমার মতে, কোনও নির্দিষ্ট মুহূর্তকে ভুলভাবে ব্যাখা, বিশ্লেষণ করা যেতে পারে। আমার মনে আছে, শাহরুখ খান এবার বলেছিলেন, শিশুরা প্রায়শই বলে 'মাম্মি পাপা আমাকে একটা চুমু দাও।' আমার বাবার জন্য আমি এখনও সেই ১০ পাউন্ডের ছোট্ট শিশুটিই রয়ে গিয়েছি। সারাজীবন আমি এমনটাই থাকব।'

তিনি বলেন, 'তাই এমন একটি একেবারে নিষ্পাপ, সরল মুহূর্ত ছবিতে ধরা পড়েছিল। সেটা যাঁর দেখার দেখবেন, যাঁর পড়ার পড়বেন। আমি এটাকে ডিফেন্ড করতে যাব না। কেউ যদি বাবা-মেয়ের সম্পর্ককে খারাপ চোখে দেখতে পারেন, তাহলে তিনি যা খুশি করতে পারেন। আমাদের একটি পারিবারিক মূল্যবোধ রয়েছে।'

পূজা ভট্টের 'বিগ বস ওটিটি 2' জার্নি 
পূজা ভাট শেষ বিগ বস OTT 2-তে যোগ দিয়েছিলেন। সেখানে এলভিস যাদব, অভিষেক মালহান, বেবিকা ধুরভে এবং মনীষা রানীর সঙ্গে ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন তিনি। বিগ বস OTT-র দ্বিতীয় সিজন গত ১৭ জুন শুরু হয়েছিল।

পরে শো চলাকালীন, পূজা ভাটের বাবা মহেশ ভাটও তাঁকে সাপোর্ট করতে এসেছিলেন। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গেও আলাপ করেন তিনি। তাঁর মেয়ে সম্পর্কে বেশ কয়েকটি মজার গল্পও শেয়ার করেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement